সীমা বিশ্বাস: চিন্তন নিউজ:১৩ই নভেম্বর:– আসাম অভায়াপুরী লেঙটিছিঙা বরপেটা- হাজো-দৌলাশাল হয়ে গুয়াহাটিতে আসা রাজ্যের প্রধান সড়ক বেকী নদীর ভয়াবহ ভাঙনের ফলে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নদীর ভাঙ্গনে ইতিমধ্যে বহু পরিবার নিজের ঘর বাড়ি হারিয়ে সর্বস্বান্ত হয়েছে। অথচ বিভাগীয় কতৃপক্ষ অথবা সরকার ভাঙন রোধ করে রাজ্যের রাষ্ট্রীয় প্রধান সড়কের সঙ্গে মানুষের ঘরবাড়ি রক্ষা করার জন্য এখনো কোনো ব্যবস্থা গ্ৰহণ করে নাই। নির্বিকার সরকার__প্রতিবাদ ডি ওয়াই এফ আই’র।
সরকারের এই নির্লিপ্ত ভুমিকায় প্রতিবাদে এবং রাজ্যের এই প্রধান সড়কটির সঙ্গে সঙ্গে মানুষের জীবন সম্পত্তি রক্ষার দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। কলাগাছিয়া চিকনি গ্ৰাম নদীর তীরে প্রতিবাদ করা হয়। এই প্রতিবাদ কার্যসূচিতে ডি ওয়াই এফ আই’র রাজ্য কমিটির সম্পাদক নয়ন ভূঁঞা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রুস্তম আলী অংশগ্ৰহন করে।