রাজ্য

মিড ডে মিলের ডালের সাথে সেদ্ধ হলো সাপ– অসুস্থ ২০ জন পড়ুয়া


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:১০/০১/২০২৩:- মিড- ডে মিল নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার । সরকার পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী চার মাস শিশুদের জন্য মিড- ডে মিলে মুরগীর মাংস ,মরশুমি ফল দেওয়া হবে যাতে শিশুদের পুষ্টি হয় । আর ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ময়ূরেশ্বর এর মন্ডলপুর প্রাথমিক বিদ্যালয় এ। সোমবার দুপুরে শিশুদের মিড- ডে মিল দেওয়া হচ্ছিল ।বেশ কয়েক জনকে খাবার দেওয়া হয়েছে এইসময় হঠাৎ ষোলো জন বাচ্চা মারাত্মক অসুস্থ হয়ে পড়ে । তাদেরকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । তারপর খোঁজ নিয়ে জানা গেছে যে বাচ্চাদের জন্য তৈরী ডালে একটা মৃত সাপ ভাসছে। এই নিয়ে খুব স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ।

সুত্রের খবর অনুযায়ী জানা গেছে এই ঘটনার জেরে বাচ্চা দের অভিভাবক রা বিদ্যালয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান। এক অভিভাবক ক্ষোভের সঙ্গে বলেন যে বিদ্যালয়ে যাঁরা রান্না করেন তাঁরা অত্যন্ত হেলাফেলা করে রান্না করেন । মোটেই রান্নাতে মনোযোগ দেন না । বিদ্যালয় এর এক ক্ষুদে পড়ুয়া সংবাদ মাধ্যমে জানায় যে তারা খাবার লাইনে দাঁড়িয়ে ছিল — খাবার দেওয়া শুরু হয়েছে এমন সময় হঠাৎ করে খাবার দেওয়া বন্ধ হয়ে যায় । আর সঙ্গে সঙ্গে কয়েক জন বন্ধু অসুস্থ হয়ে বমি করতে শুরু করে । তারপর তারা জানতে পারে যে ডালে মৃত সাপ ভাসছে । ময়ুরেশ্বর এর বিডিও দীপাঞ্জন জানা জানিয়েছেন যে মন্ডলপুরের ঐ স্কুলে মিড ডে মিল নিয়ে যে গন্ডগোল হয়েছে তা তিনি জানেন তবে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার বলে কোন মন্তব্য করেন নি ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।