জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ: চিন্তন নিউজ:১০/০১/২০২৩:- সংবাদদাতা- সাজিদ হোসেন – সি আই টি ইউ কালনা ১ সমন্বয় কমিটির উদ্যোগে ধাত্রীগ্ৰামে কমঃ খগেন রায়ের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন সি আই টি ইউ সর্বভারতীয় নেতা সুকান্ত কোঙার।

সংবাদদাতা কল্পনা গুপ্ত – ছাত্র – যুব, ভাতাড় ১ আঞ্চলিক কমিটি, আমারুন ১ ইউনিট
“দূর্নীতি রুখে দাও – শিক্ষা ও কাজের পরিবেশ ফেরাও “—এই দাবীতে আজ আমারুন ১ ইউনিট এলাকায় আমারুন, শুনুড় আড়া, এওড়া ও আমারুন বাজারে সাইকেল মিছিল অনুষ্ঠিত হলো।
এই মিছিলে নেতৃত্ব দেন ডি ওয়াই এফ আই জেলা কমিটির সদস্য সজল মন্ডল, আঞ্চলিক কমিটির সদস্য সঞ্জয় খারাত ও এস এফ আই লোকাল কমিটির সভাপতি আশিক ইকবাল সঞ্জু ।

আজ গলসী ২ এরিয়া কমিটির গলসী অঞ্চলের সারুল গ্রামে সারাভারত কৃষক সভা, সারাভারত ক্ষেতমজুর ইউনিয়ন ও সি আই টি ইউ এর উদ্যোগে চোর তাড়াও- ‘ গ্রাম বাঁচাও, লুটেরাদের পঞ্চায়েত থেকে হঠিয়ে জনগণের পঞ্চায়েত গড়ো ‘ এই শ্লোগানকে সামনে রেখে পদযাত্রা সংগঠিত হয়।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) রায়না ২ এরিয়া কমিটির উদ্যোগে আবাস যোজনার দুর্নীতির অভিযোগ সহ বিশেষ কিছু দাবি নিয়ে রায়না-২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হলো।
দাবিসমূহ:-
১) আবাস যোজনায় বাড়ী পেতে চলেছেন এমন উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ্যে আনতে হবে এবং যাঁরা যোগ্য নন তাদের নাম বাতিল করতে হবে।
২) সরকারি নির্দেশিকা মেনে বঞ্চিত গরীব মানুষের নাম স্বচ্ছতার সাথে তালিকাভুক্ত করতে হবে ।
৩) সমীক্ষার কাজে সরকারি কর্মচারীদের নিযুক্ত করতে হবে । ইতিমধ্যে সমীক্ষার কাজে যুক্ত থাকা আই সি ডি এস কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ।
৪)রায়না-২ ব্লক এরিয়ায় কতগুলো অযোগ্য উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে / চিহ্নিত করা হয়েছে ? তাঁদের নামের তালিকা প্রকাশ্যে আনতে হবে।
৫) আপনাকে উদ্দেশ্য করে আবেদন করা ( যা জমা করা হলো) ব্যক্তিরা নিয়মানুসারে আবাস যোজনার ঘর পাওয়ার দাবিদার । আবেদন পত্রগুলোর প্রাপ্তি স্বীকার করে যথাযথভাবে তদন্ত সাপেক্ষে গরীব এইসব মানুষের নাম তালিকাভুক্ত করতে হবে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।