দেবী দাস:চিন্তন নিউজ:১লা মে:- বেহালা ও পর্ণশ্রী দুই আঞ্চলিক কমিটির(WBMSRU) উদ্যোগে ৮২টি পরিবারের কাছে ৩কেজি চাল ,১.৭৫ কেজি আলু , ৫০০গ্রাম মুসুর ডাল , ৫০০মিলি লি সরষের তেল , বড় সোয়াবিনের প্যাকেট ও ১টি সাবান তুলে দেওয়া হল তারাতলা থানার সহযোগিতায় ।
এছাড়া আজ সকালে তারাতলা থানায় কিছু মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভস পৌঁছে দেওয়া হয়েছে বেহালা আঞ্চলিক কমিটি ও পর্ণশ্রী আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে।