জেলা

মে দিবসের পতাকা উত্তোলন, সাথে নতুন অঙ্গীকার


কাকলি চ্যাটার্জি:চিন্তন নিউজ: ১লা মে :- মে দিবস শ্রমিকের প্রাপ্য অধিকার আদায়ের দিন, যেটুকু অধিকার অর্জিত হয়েছে অনেক রক্তঝরা, ঘামঝরা দিনের বিনিময়ে সেই অধিকার রক্ষার দিন, শ্রমিকের লড়াকু ইতিহাস আরও একবার শ্রদ্ধায় স্মরণের দিন।

লকডাউনের ৪১ দিন অতিক্রান্ত। কোভিড১৯ সংক্রমণের পাশাপাশি কাজ হারানোর যন্ত্রণা, ক্ষুধার্ত শিশুদের যন্ত্রণা, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার আকুতি পুঁজিবাদী সমাজের বাস্তব রূপকে উন্মুক্ত করে দিয়েছে। ভীত, সন্ত্রস্ত প্রান্তিক মানুষের সাহায্যার্থে মানবিকতায় দায়বদ্ধ বামপন্থী দল এবং গণসংগঠনগুলো।

আজ মহান মে দিবসের পতাকা উত্তোলন ও শহীদ স্মরণের সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে সি পি আই (এম) চৌরঙ্গী২ এরিয়া কমিটির অন্তর্গত ৪৯ নং ওয়ার্ডের ১০০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হল নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। আগামী দিনে আরও কিছু পরিবারের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা জারি থাকলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।