নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:৩রা অক্টোবর:–উৎসবের শুরুতেই বিষাদময় মুর্শিদাবাদ। শিশু কন্যার প্রাণ কেড়ে নিল এক দুর্ঘটনা।মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ণ তে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঠাকুর দেখে ফিরছিল ছয়/সাত বছরের কয়েকটি বাচ্চা মেয়ে। ফেরার পথে একটি টিনের চালা ভেঙে পড়ে তাদের ওপর ঘটনাস্থলে মারা যায় মিমি মন্ডল নামের একটি শিশুকন্যা। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। মৃত্যু মেয়েটির ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
পুজোর মুখে এলাকায় শোকের ছায়া। কেন, কি কারণে চালা ঘরটি ভেঙে পড়ল তা এখনো অজানা। তবে বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন যাবৎ । বৃষ্টি এই দুর্ঘটনার কারণ হ’তে পারে বলে অনুমান করা হচ্ছে। খতিয়ে দেখা হবেে চালাঘর ভেঙে পড়ার কারণ।