চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :৩০ শে সেপ্টেম্বর – সি পি আই(এম) কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে ১৩দফা দাবীতে কালনা পৌরসভায় ডেপুটেশন।বক্তব্য রাখেন কেশব ঘোষ, অলোক রায়, অরুনাভ চক্রবর্ত্তী, গৌরাঙ্গ গোস্বামী। সভাপতিত্ব করেন স্বপন ব্যানার্জি।
মেমারী-২ এরিয়া কমিটির কুচুট শাখার অন্তর্গত সিদ্ধেশ্বর মুখার্জী ৮৬ বছর বয়সে আজ বিকাল ৩ টায় শ্বেষ নিঃশ্বাস ত্যাগ করেন।৫৭ সালের নির্বাচনে তাঁর ভূমিকা ছিল, ৬২ সালে বিধান সভা নির্বাচন থেকে ৬৭ সালে যুক্ত ফ্রন্টের সময়ে বসতপুরে জমির আন্দোলন, পরে কুচুট, কালেশ্বর সহ বিভিন্ন জমির আন্দোলন এবং বিজুরে জমির আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল ওনার।৭২ সালের আগে প্রায় ৬মাস আত্মগোপন করেন তিনি। সাংস্কৃতিক জগতেও ওনার অবাধ বিচরণ ছিল। পরবর্তীতে বার্ধ্যক্যজনিত কারণে নিজে সক্রিয় অংশগ্রহণ না করতে পারলেও, পার্টির সাথে যোগাযোগ ছিল সবসময়ের জন্য। এলাকার পার্টি নেতৃত্ব অনেকেই শ্রদ্ধা জানান।
সি পি আই(এম) কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে ১৩দফা দাবীতে কালনা পৌরসভায় ডেপুটেশনে বক্তব্য রাখেন কেশব ঘোষ, অলোক রায়, অরুনাভ চক্রবর্ত্তী, গৌরাঙ্গ গোস্বামী এবং সভাপতিত্ব করেন স্বপন ব্যানার্জি।
সারা ভারত কৃষক সভা খণ্ডঘোষ ১ ব্লক কমিটির শশঙ্গা অঞ্চলে সম্মেলন অনুষ্ঠিত হল মাশীলা গ্রামে। উদ্বোধক বিনোদ ঘোষ এবং উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দেশবন্ধু হাজরা। একইভাবে গলসী অঞ্চল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল গলসী২ এরিয়া কমিটির দরবারপুর গ্রামে। উদ্বোধক ছিলেন দেলওয়ার হোসেন। উপস্থিত ছিলেন কৃষক সভার ব্লক কমিটির নেতৃবৃন্দ।
ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা ছাত্রী সাব কমিটির উদ্যোগে ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান সদর ২ বৈকুণ্ঠপুর১ প্রাথমিক কমিটির পক্ষ থেকে ৩০ জন ছাত্রীকে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হল।
শুরু হল পূর্ব বর্ধমান জেলা ছাত্রী সাব কমিটির স্যানিটারি ন্যাপকিন ব্যাঙ্ক। প্রতিটি ব্লকেই এই কর্মসূচি পালিত হবে। এদিনের কর্মসূচি তে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা ছাত্রী সাব কমিটির নেতৃত্ব উষসী রায়চৌধুরী, স্নেহা ব্যানার্জি , প্রেরনা চক্রবর্তী সহ অনান্যরা। ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিলি ও ব্যাবহার সংক্রান্ত সচেতনতা মূলক প্রচারে এলাকিবাসীরা খুব খুশি হয়। জেলা সম্পাদকের বক্তব্য যে এই লকডাউন পরবর্তীতে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতার জন্য এই কর্মসূচি জেলার সর্বত্র করতে চায় এবং আগামীদিনে প্রতিটি ব্লকেই এই স্যানিটারি ন্যাপকিন ব্যাঙ্ক চালু করার কর্মসূচি নেওয়া হবে।
গরীব কৃষক তাঁর ধান , গম, সব্জি , ডাল, দানাশস্য আর সরকারকে বিক্রি করতে পারবে না, সরকার এই দায়িত্ব দিয়েছে কর্পোরেটদের। গরীব চাষী, গরীব কৃষক জানেই না এই কৃষি বিল তাঁর জীবনে কত বড় ক্ষতি নিয়ে আনবে। সব্জি , মুদি খানার দ্রব্যের দাম আগুন। বিদ্যুতের ভুতুড়ে বিল, গরীব শ্রমজীবী পরিবারের ছেলে মেয়েদের অ্যান্ড্রয়েড ফোন নেই, তারা লেখা পড়া করতে পারছে না। রেল বেচে দিচ্ছে , কয়লা খনি বিক্রি হয়ে যাচ্ছে। রাজ্যের সরকার এই করোনা পরিস্থিতিতে শ্রমজীবী মানুষকে আর্থিক সুরক্ষা দিতে পারে না, কিন্তু এই শারদ উৎসবে ক্লাব গুলিকে গত বারের যা অর্থ বরাদ্দ ছিল এবারে দ্বিগুণ অর্থাৎ ৫০ হাজার টাকা বরাদ্দ করেছে । এই দুই সরকারের সর্বনাশা নীতির বিরুদ্ধে সারা দেশে গরীব মানুষের লাল ঝান্ডার পার্টি লড়াই করছে। আজ বর্ধমান শহরে ১১ নং ওয়ার্ডে সিপিআই(এম) বর্ধমান শহর ১ এরিয়া কমিটির পক্ষ থেকে মিছিল করে বিধানপল্লী, পাল পাড়া ও ক্যানেল পাড়ে একেবারে শ্রমজীবী পাড়ায় পথসভা অনুষ্ঠিত হয়।
