কিংশুক ভট্টাচার্য্য:বাঁকুড়া: চিন্তন নিউজ: ১৮ই জুন:- আজ প্রবীন কমিউনিষ্ট নেতা বাঁকুড়া জেলার প্রবীন শ্রমিক নেতা দামোদর সিং হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর তিন পুত্র ও এক কন্যা বর্তমান। আজ মেয়ের বাড়ি বড়জোড়াতে গিয়েছিলেন। মেয়ের বাড়ি গিয়ে দুপুরের দিকে আকস্মিকভাবেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন।
একনিষ্ঠ কমিউনিষ্ট নেতৃত্ব হিসেবে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত শ্রী সিং সিপিআই এর জেলা সম্পাদকমন্ডলীর দায়িত্ব পালন করে গিয়েছেন। শ্রমিক নেতা হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে তিনি দোকান কর্মচারী দের সংগঠিত করেন। তাঁর নেতৃত্বে শহর ও জেলার দোকান শ্রমিকরা অনেক গুরুত্বপূর্ন জয় অর্জনে সক্ষম হয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪বছর।
তাঁর মৃত্যুতে জেলার বাম শ্রমিক আন্দোলনের প্রভূত ক্ষতি হয়ে গেল বলেন সিপিআই এর জেলা সম্পাদিকা সর্বানি সিন্হা। তাঁর মৃত্যুর খবর পাওয়া মাত্র সিপিআই এর নেতৃবৃন্দ বড়জোড়ায় পৌছান এবং বাঁকুড়ায় নিয়ে এসে শেষকৃত্যের ব্যাবস্থা করেন। শেষকৃত্যের পূর্বে মরদেহে রক্ত পতাকা ওমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান পার্টির জেলা সম্পাদিকা সর্বানি সিন্হা ও অন্যান্য নেতৃবৃন্দ। তাঁর সন্মানে সিপিআই জেলা দপ্তরের পতাকা অর্ধনমিত রাখা হয়।