জেলা রাজ্য

হাওড়া জেলার পথের দাবী শাখা’র আয়োজনে এক প্রতিবাদী সন্ধ্যা—-


আশিস দেব: চিন্তন নিউজ:৯ই জানুয়ারি:- কৃষক আন্দোলনে উত্তাল এখন গোটা দেশ । সেই আন্দোলনের ঢেউ এসে পৌঁছেছে এই বাংলায়‌ও। রাষ্ট্রের উদ্যোগে নামিয়ে আনা অন্ধকার আর মৃত্যুর ভর্ৎসনার চোখে চোখ রেখে সৃষ্টির মাধ্যমে নতুন ভোরের বীজ বুনে চলেছে গণনাট্যের শিল্পীরা ।

সাধারণ মানুষের উপস্থিতি সংহতি জানালো আন্দোলনরত কৃষকদের । এই আয়োজনে পরিবেশিত গান, নাচ, আবৃত্তি, নাটক সবেতেই ফুটে উঠছিল বর্তমান ভারতে সমস্যা গুলো । পথের দাবী শাখার গান, কোলকাতা সঙের দলের নাটক, পরিচয় শাখার নাটক এর পাশাপাশি এলাকার তরুণ শিল্পীদের অংশগ্রহণ বিশেষ ভাবে দর্শক শ্রোতাদের অভিনন্দন আদায় করতে সক্ষম হয়েছে ।

শিল্পী শুভ প্রসাদ নন্দী মজুমদার তাঁর কথায় ও গানে সময়ের দাবীতে গণনাট্যের শিল্পীদের ভুমিকা তুলে ধরেন এবং প্রতিবারের মতোই মুগ্ধ করেন। এই আয়োজনের শুরুতেই দেশ জোড়া কৃষক আন্দোলনের সমর্থনে গণনাট্য সংঘের পক্ষে বলেন হাওড়া জেলার সম্পাদক আশিস দেব ও রাজ্য কমিটি র সদস্য মফিজ আহমেদ ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।