জেলা

তিস্তা সেতুতে গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনায় তীব্র যানযট মৃত্যু লরি চালকের।


দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি:চিন্তন নিউজ:১৬ ফেব্রুয়ারি,২০২৪:– –. গভীর রাতে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল‌ ভুট্টা বোঝাই একটি লরি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লরি চালকের। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে জলপাইগুড়ি থেকে অসমগামী জাতীয় সড়কের তিস্তা সেতুর ওপর।

তিস্তা সেতুতে দুর্ঘটনার পর মধ্যরাত পর্যন্ত ব্যাপক যানজট তৈরি হয়। সেতুর দুপাশে আটকে পড়ে অসংখ্য গাড়ি। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শুক্রবার ভোরে উল্টে যাওয়া গাড়ি ও ভূট্টার বস্তা সেতু থেকে উদ্ধার করে পুলিশ প্রশাসন।

পুলিশ সুত্রে জানা গেছে সকাল ৯ টার মধ্যেই সেতু পরিস্কার করে দেওয়া হয়েছে। জানা গেছে দ্রুতগতিতে থাকা মাল‌ বোঝাই লরিটি‌ নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা সেতুর উপরে উল্টে যাওয়াতেই‌ এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সমস্ত ভুট্টার‌ বস্তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেতুর ওপর। সেগুলো উদ্ধার করে উল্টে যাওয়া‌ লরিটিকে‌ ক্রেনের‌ সাহায্যে তোলা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে মৃত‌ লরি চালকের নাম আকবর আলি। বিহারের কিষানগঞ্জ‌ এলাকার বাসিন্দা ছিলেন তিনি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।