বিদেশ

শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টির২২তম পার্টি কংগ্রেস



নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:০২/০৩/২০২২:– শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টির ২৫ ফেব্রুয়ারি থেকে থালাহেনা কমিউনিটি এডুকেশন সেন্টারে ২২তম পার্টি কংগ্রেস শুরু হয়। ২৭ তারিখ পর্যন্ত কংগ্রেস চলে। কংগ্রেসের সভাপতিত্ব করেন শ্রীলঙ্কা কমিউনিস্ট পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক, ডি.ই. ডব্লিউ গুণসেকেরা (D.E.W. Gunasekera)। মূল বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ড. জি. বীরসিংহে। বক্তব্য রাখেন দলের ডেপুটি চেয়ারম্যান সাংসদ বীরসুমনা বীরসিংহে। ১২টি বামপন্থী দল এবং চীন, কিউবা ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরাও কংগ্রেসে যোগ দেন।

শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, ডঃ জি. ওয়েরাসিংহে বলেন, ” শেষ পার্টি কংগ্রেস হয়েছিল ২০১৭ সালে। এরপর ২০২০ সালে হ‌ওয়ার কথা থাকলেও তা কোভিড-১৯ এর কারণে সংগঠিত করা যায় নি। তিনি আরও বলেন এই পার্টি কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিপিএম পার্টির লক্ষ্য সমাজতন্ত্র প্রতিষ্ঠা, কিন্তু আমরা তার থেকে অনেক দূরে আছি,।আমাদের এই কংগ্রেসে আলোচনার মাধ্যমে নিজেদের ত্রুটি বিচ্যুতি সংশোধন করে, আত্মসমালোচনা করে মূল লক্ষ্যে সমবেত ভাবে এগিয়ে যেতে হবে।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।