মীরা দাস : চিন্তত নিউজ:২১শে সেপ্টেম্বর:– আগামী ২২অক্টোবর যৌথভাবে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিলো ব্যাঙ্ক এমপ্লয়েজ ফেডারেশন অফ ইন্ডিয়া ,এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ আ্যসোসিয়েসন । একতরফা ভাবে ১০ টি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের সংযুক্তিকরণ ঘটিয়ে ৪ টিতে পরিনত করার প্রতিবাদে ।বিএফআই-র সাধারন সম্পাদক সি এইচ ভেঙ্কটচলম এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ।
এই সংযুক্তিকরন প্রক্রিয়া কারন খুব সহজ কেন্দ্রের বিজেপি সরকারের অর্থনৈতিক সংস্কার এবং বিশেষ করে ব্যাঙ্কিং ক্ষেত্রের সংস্কার কর্মসুচি অঙ্গ,এবং আরও সহজবোধ্য বিষয় যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং ক্ষেত্রকে বেসরকারি হাতে তুলে দেওয়ারই আগাম পদক্ষেপ এই সংযুক্তি করন প্রক্রিয়া। তাছাড়া পুঁজিপতি ও কর্পোরেটদের রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলিতে বিপুল পরিমান অনাদায়ী ঋণের হিসাবকে আড়াল করার চেষ্টা হচ্ছে এই সংযুক্তিকরন ।এই ধরনের সংযুক্তি হওয়ার ফলে বিরাট সংখ্যক ব্যাঙ্ক শাখা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ,এবং কর্মী উদ্বৃত্ত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে ।অবিলম্বে এই সিদ্ধান্তকে প্রত্যাহার করার জন্য দুটি সংগঠনের পক্ষ থেকে ২২ অক্টোবর যৌথ ভাবে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ।ব্যাঙ্ক ধর্মঘটের আগে দেশের সর্বত্র বিভিন্ন ব্যাঙ্কে প্রচার সভা ,পোস্টার সভা ,কালো ব্যাজ পরিধান ,বিক্ষোভ সমাবেশ প্রভৃতি হয়ে থাকবে ।পশ্চিম বঙ্গ -র সাধারন সম্পাদক জয়দেব দাশগুপ্তও এ রাজ্যের ব্যাঙ্ককর্মিদের এই সমস্থ কর্মসুচি সফল করার আহ্বান জানিয়েছেন ।