জেলা

হুগলি বার্তাঃ–


চিন্তন নিউজঃ- দেবারতি বাসুলীঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলার পক্ষ থেকে১৭/৭/২০২২ হুগলি জেলা মিড ডে মিলের ওসি ম্যাডামের নিকট ১৪ দফা দাবিতে ডেপুটেশন সংগঠিত করা হয়। শিক্ষক-শিক্ষিকারা চুঁচুড়া রবীন্দ্রভবনের সামনে জমায়েত করে মিছিলের মধ্যে দিয়ে ডিএম অফিসে সংগঠিত হন। উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক মোহনদাস পন্ডিত। জেলা সম্পাদক কমল মল্লিক,জেলা সভাপতি মানস রঞ্জন ভঞ্জ,কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্যা মানসী চক্রবর্তী, জেলা সহ-সভাপতি হবিবুর রহমান, সন্দীপ রায়,সহ-সম্পাদক আশীষ চক্রবর্তী, জয়দেব ঘোষ,সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ও সদর চক্রের সম্পাদক মনোজ সরকার সহ ৮জন ডেপুটেশনে অংশগ্রহণ করেন। খুব সুন্দর পরিবেশে দীর্ঘক্ষণ ধরে মাননীয় ম্যাডাম আমাদের সাথে সব বিষয় নিয়ে আলোচনা করেন। বিভিন্ন বিষয়ে তিনি একমত হন, যেটা তার পক্ষে সম্ভব তিনি নিশ্চয়ই সেটা দেখবেন এবং যেটা তার ওপরের কর্তৃপক্ষের কাছে জানানোর তিনি তা জানাবেন কথা দেন।এছাড়া ও উপস্থিত ছিলেন জেলা সহ-সম্পাদক সুরজিৎ ঘোষ ও কাকলি বিশ্বাস, সম্পাদক মন্ডলীর গোপাল দাস, সদস্যা তনুশ্রী সাহা পাল।

জয়দেব ঘোষঃ-আজ ২০৷৭৷২২তাংএ হুগলি জেলা কৃষক সমিতির উদ্যোগে বন্যা নিয়ন্ত্রন, নদী বাঁধ সংরক্ষণ ও দলকার জলার সংস্কার ও নিকাশি সহ সেচ এবং নদীর পলি সরানোর দাবিতে, আরামবাগ মহকুমা সেচ দফতরের এস ডি ও র নিকট গণডেপুটেশন দেওয়া হয়।আরামবাগ নেতাজী স্কোয়ার থেকে মিছিল করে পল্লীশ্রী তে সেচ দফতরে গিয়ে বিক্ষোভ ও অবস্থান হয় ।সভাতে সভাপতিত্ব করেন ভক্তরাম পান ।এস ডি ও নিকট ডেপুটেসনে যান স্নেহাশিস রায, ভজহরি ভুইঞা, অভয় ঘোষ, শক্তিমোহন মালিক, অসীম বাগ, তপন মুখার্জি, আবদুল রউফ প্রমুখ ।অবস্থানে বক্তব্য রাখেন সংগঠনের পক্ষে কৃষক নেতা দেবু চ্যাটাজী, সুশান্ত মণ্ডল, দিলীপ বেরা, ভজহরি ভুইঞা, স্নেহাশিস রায, ভাস্কর রায় সি আই টি ইউ র পক্ষে পূর্ণেন্দু চ্যাটার্জি ।গণসংগীত পরিবেশন করেন নেপাল খাঁ।এস ডি ও র নিকট খানাকুল এক ওদুই নমবর ব্লকের, আরামবাগ ও গোঘাট এক ওদুই নমবর ব্লকের দাবিপত্র পেশ করা হয় ।নদী ভাঙন রোধে বাঁধ বাঁধার কাজ সহ বন্যা নিয়ন্ত্রন করে বন্যা ক্লিষ্ট মানুষ কে বাঁচাতে জরুরি কাজ করার দাবি জানানো হয় ।এই কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্য ।এলাকার মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে ।মোজাম্মেল হোসেন ও অরুণ পাত্র উপস্থিত ছিলেন ।মহকুমার কৃষক সমিতির নেতৃত্ব সহ করমীগণ উপস্থিত ছিলেন ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।