রাজ্য

সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা রাজ্যের।এ তো –‘মাছের তেলেই মাছ ভাজা’!!


মাধবী ঘোষ:চিন্তন নিউজ:২৪শে সেপ্টেম্বর:– সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা আদতে লাভবান হচ্ছে রাজ্য সরকার। বাড়তি খরচ নয়, বেতন কমিশন কার্যকর করতে একটি পয়সাও আপাতত খরচ হচ্ছে না রাজ্যের। তথ্য দিয়ে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আনল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভমেন্ট এমপ্লয়ীজ ।

সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, গত ১৩ই সেপ্টেম্বর নেতাজি ইন্ডোরে মাননীয়া বেতন কমিশনের একটি অস্পষ্ট রিপোর্ট পড়ে শুনিয়েছেন । সেখানে তিনি বলেছেন নয়া বেতন কমিশন লাগু করতে। সরকারের ১০ হাজার কোটির কিছু বেশি টাকা খরচ হবে। অর্থাৎ খরচের হিসাবটা তিনি আগেই কষে নিয়ে এসেছেন । কিন্তু কনফেডারেশনের নেতৃত্ব বলছেন, বেতন কমিশন দিতে সরকারের একটি পয়সাও আপাতত খরচ হবে না বরং ওই ১০ হাজার কোটি টাকা খরচ হওয়ার পরেও সরকারের ৫ হাজার কোটি টাকারও বেশি লাভ থাকবে। সরকারি কর্মচারীদের ডিএ বলে কিছু থাকছে না। এতদিন যে ডিএ থেকে রাজ্যসরকারি কর্মচারীরা বঞ্চিত হয়ে এসেছেন, তা চিরস্থায়ী হয়ে গেল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।