কিংশুক ভট্টাচার্য্য:-বাঁকুড়া ৭ জুলাই মঙ্গলবার:- কেন্দ্রের সরকারের সাধারণ জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের ফলে পেট্রোল ,ডিজেল ,রান্নার গ্যাসের দাম ক্রমাগত বেড়ে চলেছে। যখন বিশ্ব বাজারে ক্রুড পেট্রোলিয়ামের দাম মাত্র একুশ টাকা পঞ্চাশ পয়সা, সেই কাঁচা মাল থেকে পেট্রোল তৈরীর খরচ মাত্র তিন থেকে চার টাকা। তখন আমাদের দেশীয় আচ্ছে দিনের সরকার তাদের কর্পোরেট বন্ধুদের লূঠের খেসারত সাধারণ মানুষের উপর চাপিয়ে দিতে পেট্রোপণ্যের উপর অত্যাধিক কর চাপিয়ে চলেছে। ফলশ্রুতি পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম ক্রমাগত সাধারনের নাগালের বাইরে চলে যাচ্ছে, প্রভাব পরছে দৈনন্দিনের ব্যাবহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের। দিনের পর দিন এই অসহনীয় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লাগাতার আন্দোলনে বামপন্থী বিভিন্ন গণসংগঠন তাদের কর্মসূচী সংগঠিত করে চলেছেন। মঙ্গলবার বাঁকুড়া শহরে সেই প্রতিবাদের কর্মসূচী পালনে রাস্তায় নামলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পতাকা হাতে বাঁকুড়া শহরের মহিলারা। বাঁকুড়ার মাচানতলা গ্যাসের অফিসের সামনে খালি গ্যাস সিলিণ্ডার নিয়ে এবং পেট্রোল পাম্প পর্যন্ত বাইক ঠেলে নিয়ে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করা সহ অন্যান্য গুরুত্বপূর্ন দাবী নিয়ে শ্লোগান সহ মিছিল করেন। মিছিল শেষ করে মাচানতলার পেট্রোল পাম্পের সামনে পথসভা করে এই মূল্যবৃদ্ধির পেছনের পুরো ঘটনাটা মানুষের কাছে এআইডিডব্লুএর নেতৃত্ব তুলে ধরেন। আজকের এই কর্মসূচীতে এআইডিডব্লুএর রাজ্য সম্পাদিকা মণ্ডলীর সদস্যা ও জেলা সভানেত্রী সুদীপা ব্যানার্জি, রাজ্য কমিটির সদস্যা ও জেলা সম্পাদিকা শিউলি মিদ্দা, রাজ্য কমিটির সদস্যা ও জেলা কমিটির সদস্যা মুক্তি মুখার্জী এবং অপর্ণা ব্যানার্জি, রুবী চ্যাটার্জি সহ মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন।
Related Articles
হাওড়ার খবর
চিন্তন নিউজ: ২২শে আগস্ট:-তপোলগ্না চক্রবর্তীর রিপোর্ট:- ২০শে অগাস্ট শহীদ কমরেড ভবতোষ সান্যালের ৫০তম শহীদ দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করলো বি. গার্ডেন এরিয়া কমিটি । প্রবল বৃষ্টি উপেক্ষা করেই অনেকেই উপস্থিত ছিলেন । পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুমিত্র অধিকারী স্মৃতিচারণা করেন। হিমাদ্রি পাত্র– জানাচ্ছেন কুচবিহার জেলার তুফানগঞ্জ থানার দিনহাটার বাসুদেবপুর গ্রামের প্রয়াত বিমল দাসের পুত্র শ্রী […]
পূর্ব বর্ধমান জেলার খবর,
চিন্তন নিউজ, ২০অক্টোবর২০২৩,কৃষ্ণা সরকার- আজ সিপিআই(এম) ভাতার, ১নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে, ভাতারবাজারে, “প্যালেস্টাইনের উপর ইজরায়েলের আক্রমণ বন্ধ হোক”এই দাবিতে মানব বন্ধন কর্মসূচিপালিত হলো। “ভুখা মানুষ ধরো বই, ওটাই হাতিয়ার”এই শ্লোগানকে সামনে রেখেভাতার ১ আঞ্চলিক কমিটির ডি ওয়াই এফ আই ও এস এফ আই,র লোকাল কমিটির উদ্যোগে ভাতার বাজারে বুকস্টল উদ্বোধন করেনও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন […]
রেশনের চাল অবৈধ পাচার আটকে,প্রান্তিক মানুষের মধ্যে বিলি করলেন বাম যুব কর্মীগণ
কিংশুক ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:১২ই জুন:- গতকাল ১১ই জুন২০২০ বাঁকুড়া শহরের ১৭নং ওয়ার্ড এলাকায় একটি মিলের পথে ৫০কেজির আট(৮) বস্তা চাল নিয়ে একটি টেম্পো যাওয়ার সময় এলাকার যুবকদের সন্দেহ হওয়ায় টেম্পোটিকে আটকে প্রশ্ন করতেই টেম্পো চালক বলেন যে চালটি এলাকার মুদি দোকান তারাপদ গরাইয়ের কাছ থেকে সামনের রাইসমিলে পৌঁছাতে যাচ্ছে। যুবকরা এলাকার বিদায়ী বামফ্রন্টের সিপিআই কাউন্সিলর প্রদীপ […]