দেশ

লক ডাউন ‘এ বিভিন্ন সমস্যার মুখে ট্রাক মালিকরা……চালক পলাতক, হাইওয়েতে লুট হচ্ছে পণ্য ।


গোপা মুখার্জী :চিন্তন নিউজ:৩১শে মার্চ:-গত রবিবারই কেন্দ্র থেকে লক ডাউন চলাকালীন সমস্ত জরুরি ও অ-জরুরি পণ্য পরিবহনের অনুমতি দেওয়া হয় , কিন্তু তা সত্ত্বেও বহু ট্রাককেই রাজ্যের সীমান্ত গুলিতে আটকে দেওয়ার ফলে সমস্যার সৃষ্টি হয়েছে । ট্রাক মালিকরা পড়েছেন মহা বিপদে । তারা জানিয়েছেন আন্তঃরাজ্য সীমান্তে ট্রাক ফেলে রেখে অধিকাংশ চালক নিজের নিজের গ্রামে পালিয়ে গিয়েছেন । কেউ কেউ হাইওয়েতেই কোটি টাকার পণ্য সহ ট্রাক ফেলে রেখে পাঠিয়েছেন । এমনকি মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ সীমান্ত থেকে ট্রাক লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ট্রাক মালিকেরা । তারা আরও জানিয়েছেন যে উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ সীমান্তের প্রবেশ পথ ও হাইওয়েতে তীব্র যানজটের সম্মুখীন হচ্ছে ট্রাক ।

সংবাদ সূত্রে জানা গেছে মহারাষ্ট্র থেকে বেশ কিছু ফল ও সব্জি এবং পাঞ্জাব থেকে চাল ও অন্যান্য জিনিস লুট হয়েছে।সরকারী তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ , পাঞ্জাব, রাজস্থান ও দিল্লি থেকে অধিকাংশ অভিবাসী শ্রমিক নিজের গ্রামে রওনা দিয়েছেন । ফলে শ্রমিকের অভাব ঘটছে, যা ট্রাক পরিচালন ও মুদির দোকানে সমস্যার সৃষ্টি করেছে । পাটনার এক পরিবহন সংস্থার মালিক জানিয়েছেন, দুটি ওষুধ ভর্তি ট্রাক গন্তব্য স্থলে পৌঁছে গেছে কিন্তু সেখানে মাল খালি করার মত শ্রমিক নেই । সরবরাহ নেই ‘বিগ বাস্কেট’ ‘গ্রুফার্সের’ মত অনলাইন গ্রসারি সংস্থাতেও । যার জন্য তারা ডেলিভারি বন্ধ রাখতে বাধ্য হয়েছে । এরকম চলতে থাকলে আগামী দিনে বড় কেন্দ্র গুলিতে সরবরাহের মারাত্মক ঘাটতি দেখা দিতে পারে বলে পরিবহন কতৃপক্ষ মনে করছে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।