কলমের খোঁচা

প্রয়াত কমরেড শর্মিষ্ঠা দাসের প্রতি শ্রদ্ধা


মৌসুমী চক্রবর্তী: চিন্তন নিউজ:২৮শে সেপ্টেম্বর:-গতকাল ২৭সেপ্টেম্বর প্রয়াত হন হাওড়া জেলার জনপ্রিয় মহিলা নেত্রী শর্মিষ্ঠা দাস। তিনি ছিলেন হাওড়া জেলার ছাত্র আন্দোলনের প্রাক্তন নেত্রী, হাওড়া গার্লস কলেজের এস,এফ,আই এর সাধারণ সম্পাদক। এরপর এইড‌ওয়া’র হাওড়া জেলার সাথে যুক্ত হন,সাথে সি পি আই এম আন্দোলনের সঙ্গেও জড়িত ছিলেন ।

সর্বভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতির হাওড়া জেলা নেত্রী ও সিপিআইএম হাওড়া জেলা কমিটির সদস্যা কমরেড শর্মিষ্ঠা দাস গতকাল সন্ধ্যা ৬:৩০ নাগাদ হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন । ক’দিন ধরেই শরীর খারাপ ছিল। কান দিয়ে পুঁজ-রক্ত পড়ছিল।গতকাল সকালে ডাক্তার দেখিয়েছিলেন। উনি কিছু টেস্ট দিয়েছিলেন।শর্মিষ্ঠা বলেছিলেন কাল করবেন,অর্থাৎ আজ সেই টেস্ট গুলো হ‌ওয়ার কথা ছিল। তার‌ই মধ্যে হার্ট অ্যাটাক। বিনামেঘে বজ্রপাত। কমরেড শর্মিষ্ঠা_দাশ চিন্তন-Thought_of_today র সাথে ওতোপ্রোত ভাবে যুক্ত ছিলেন হাওড়া জেলার মিডিয়া টিমের কর্মী হিসেবে। চিন্তনের পক্ষ থেকে আমরা
গভীর শোক জানাই। কমরেড শর্মিষ্ঠা দাসের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই । কমরেড শর্মিষ্ঠা দাস অমর রহে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।