রাজ্য

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পিস্তল নিয়ে মিছিলে তৃনমূল নেতা


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:২৮শে সেপ্টেম্বর:- পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই বলে বিরোধীরা বহুদিন ধরে অভিযোগ করে আসছে। তৃনমূল কর্মী বা নেতা হলে যা খুশি করা যায় এমন অনেক উদাহরণ আছে।

সম্প্রতি এক তৃনমূল নেতার কোমরে পিস্তল সহ এক মিছিলে অংশ গ্রহণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।জানা গেছে ঐ নেতা পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২নং ব্লকের তৃনমূলের কার্যকরী সভাপতি, আব্দুল লালন। তিনি এলাকায় প্রসিদ্ধ ব্যবসায়ীর পাশাপাশি তৃনমূল নেতা হওয়ার সুবাদে খুব সহজেই অজয় নদ থেকে বালি তোলার কারবার চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়। এমন ব্যক্তি পুরো সাদা পোশাকে সুসজ্জিত হয়ে – মাথায় সাদা ফেট্টি বেঁধে কোনো একটা মিছিলে অংশগ্রহণ করলে অনুগামীরা ফটো তুলবেই। সব চাইতে আশ্চর্যের বিষয় তাঁর কোমরে একটা পিস্তল রয়েছে সেটা ফটো সুটকারী লক্ষ্যই করলেন না ।

এই ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হতেই বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধীদের প্রশ্ন লাইসেন্স যুক্ত পিস্তল হলেও কি কোমরে নিয়ে মিছিল করা যায়? শাসক দলের নেতা হলে কি আইনের উর্দ্ধে ওঠা যায়? লালন সাহেব জানিয়েছেন যে লাইসেন্স যুক্ত পিস্তল তার আছে তবে এই ছবিটা যেটা ভাইরাল হয়েছে সেটা কোনো মিছিলের নয়।তার অভিযোগ এই ছবিটা অন্য জায়গায় তোলা। কেউ বা কারা তার বদনাম করার জন্য ছবিটা সামনে এনেছে। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃনমুল নেতা জানিয়েছেন যে লালন ওই পিস্তল নিয়ে সবজায়গাতেই ঘুরে বেড়ায় এবং এটা ওই মিছিলে তোলা ছবিএক। তৃনমুল নেতা পিস্তল নিয়ে সব জায়গাতেই ঘুরে বেড়ায় আর অন্যদিকে গুসকরার এক তৃনমুল নেতার বাড়ী থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তল রাখার এই রমরমা বুঝিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা কোথায় পৌঁছেছে?


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।