দেশ

কাশ্মীর ইস্যুর আড়ালে তিনলক্ষ কর্মী ছাঁটাই রেলে, বিএস‌এন‌এলের মতো বিভিন্ন সরকারি সংস্থায়।২৪ঘন্টার মধ্যে সিদ্ধান্ত।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:১৩ই আগস্ট:–অতর্কিতে রেলের কর্মী ছাঁটাই, মাত্র২৪ ঘন্টার মধ‍্যে প্রস্তুত ছাঁটাই এর তালিকা।।

মোদী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে মাত্র কয়েক মাস।সরকার গঠনের প্রথম থেকেই নেওয়া বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্ত।কথা ছিলএই সরকার  ক্ষমতায় এসে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা গুলিকে আরও উন্নত করার অঙ্গীকার।কিন্তু বাস্তব একবারেই ভিন্ন কথা বলছে।বিভিন্ন অজুহাতে সরকারি সংস্থা গুলিকে কার্যত গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পুলওয়ামা ,বালাকোট ,কাশ্মীরে সন্ত্রাস ঠেকানোর নামে ফৌজ নামিয়ে শহরগুলিতে প্রকৃতপক্ষে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।সন্ত্রাস ঠেকানোর নাম করে ক্ষমতা প্রয়োগ করে এখানকার মানুষের মানবাধিকার লঙ্ঘন করা  হচ্ছে।কিছু মানুষ না বুঝেই এর অন্ধ সমর্থন করে যাচ্ছে ।
অঙ্গীকার ছিল এই সরকার ক্ষমতায় এসে সরকারি সংস্থা গুলিকে  আরও উন্নত করবে।প্রথমএকশো দিনের মধ‍্যেই ৪৬টা সরকারি সংস্থা বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।তারই ফলস্বরূপ প্রথমে অর্ডিন্যান্স ফ‍্যাক্টরি,বিএসএনএল তারপর রেল।এর মধ‍্যেই সরকার নিলো এক চরম জনবিরোধী সিদ্ধান্ত।এলো ৩ লক্ষ রেলকর্মচারী ছাঁটাই এর মর্মান্তিক সিদ্ধান্ত।এতে শুধু ৩ লক্ষ কর্মী ই চাকরী হারাবেন না,চরম অনিশ্চয়তার মুখে পড়বে ৩ লক্ষ পরিবার।৫৫বছর বয়স বা ৩০ বছর চাকরী এই দুটির মধ‍্যে যেটা আগে হবে সেটাই হবে কর্মীদের ছাঁটাইয়ের মাপকাঠি।এক্ষেত্রে শারীরিক সক্ষমতা, মানসিক দক্ষতা ও উপস্থিতির হার বিবেচনা করা হবে কর্মস্থায়িত্বের যোগ্যতা হিসেবে।৮ই আগস্ট এ ২৪ ঘন্টার মধ্যেই অর্থাৎ ৯ই আগস্টের মধ‍্যে তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জোর করে এই অবসর গ্রহনের সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়েছে রেলকর্মচারী ও তাদের পরিবার বর্গের বিরুদ্ধে এবং অনিশ্চয়তার মধ‍্যে পড়েছে লক্ষ লক্ষ মানুষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।