রাজ্য

কৃষকদের পাশে নেই কোনো সরকার।


কমলেন্দু রায়:চিন্তন নিউজ:১১ই সেপ্টেম্বর,২০২০:- কৃষকদের নানা প্রতিকূলতার মধ‍্য দিয়ে ফসল ফলাতে হয়। কখনো বন‍্যায় ক্ষয়ক্ষতি হয় তো আবার কখনো জলের অভাবে ফসল নষ্ট হয়ে যায়। তার ওপর সার, কীটনাশকের আকাশছোঁয়া দাম তো আছেই, সেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, দেদার চলছে কালোবাজারি। নেই কৃষকদের জন‍্য সরকারি সহায়তা।

আবার এই প্রতিকূলতার মধ‍্য দিয়েই যতটুকু ফসল ঘরে তুলতে পারেন, সেটা যখন বাজারে বিক্রি করতে যান সেখানেও ঠকেন কৃষকরা, ফসলের সঠিক দাম মেলে না এমনকি সরকারি নির্দ্ধারিত মূল‍্যেও ফসল কেনা হয় না।
প্রকৃতপক্ষে করোনা সংক্রমণের ব‍্যাধির আতঙ্কের মধ্যেই কৃষকরা দিনযাপন করতে বাধ‍্য হচ্ছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।