জেলা

বালি- বেলুড়ের দরিদ্র মানুষ কাছে পেল সিপিআই (এম) কে



সরোজ দাস: চিন্তন নিউজ:২৪শে এপ্রিল– রাজ্যের দুই প্রশাসনিক প্রধান ব্যস্ত লোকদেখানো তরজায়, কেন্দ্র ও রাজ্যসরকার ব্যস্ত তথ্য চাপানউতোর এবং তথ্য লোপাট করতে। কিন্তু প্রবাহমান জীবনযাত্রা থেমে থাকতে পারে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রতিদিনের রোজগারের ওপর নির্ভরশীল পরিবারগুলো। ত্রাণ সংগ্ৰহ, রক্তদান, সংক্রমণ প্রতিরোধী দ্রব্যাদি দুঃস্থ মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে চলেছে বামপন্থী দল ও গণসংগঠনগুলো।

আজ হাওড়ার সি পি আই(এম) বালি বেলুড় এরিয়া কমিটির বেলুড় পশ্চিম ৪ নং শাখার পক্ষ থেকে ,দুঃস্থ ৬০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো চাল আটা ডাল আলু,তেল ও সাবান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।