বিনোদন

প্রয়াত অভিনেতা পদ্মশ্রী ইরফান খান


রুদ্র চক্রবর্তী: চিন্তন নিউজ:২৯শে এপ্রিল:- চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। বয়স হয়েছিল ৫৩ বছর।

অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন থেকে উদ্বিগ্ন পরিস্থিতি চলছিলো। অবশেষে জল্পনা সত্যি হয়ে গেলো। গতকাল কোকিলাবেন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন অভিনেতা ইরফান খান।বেশ কিছু দিন বিদেশেও চিকিৎসা করান। শারীরিক সুস্থতার দিকেই তিনি যাচ্ছিলেন। কিন্তু সব কিছুই জেনো এলোমেলো হয়ে গেলো।

১৯৬৭ সালে জন্মেছিলেন অভিনেতা ইরফান খান। ছবি সালাম বম্বের সঙ্গে ১৯৮৮ সালে রূপোলি পর্দায় আত্মপ্রকাশ অভিনেতার। তাঁর অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হল মকবুল, হাসিল, পান সিং তোমার, পিকু, হিন্দি মিডিয়াম।হলিউডেও তিনি ছিলেন বেশ জনপ্রিয়।তা‍ঁর অভিনীত বই গুলো হোলো স্লামডগ মিলেনিয়ার, লাইফ অফ পাই,জুরাসিক ওয়ার্ল্ড, দ্য আমেজিং স্পাইডারম্যান। তিনি “পদ্মশ্রী” পান ২০১১ সালে। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।