রাজ্য

ভুখা পেটে খাদ্য চায়



দেবী দাস: চিন্তন নিউজ:২১শে এপ্রিল:-কোভিড১৯ মোকাবিলায় লকডাউন সাধারণ মানুষের জীবন জীবিকায় এক অনিশ্চয়তার সৃষ্টি করেছে। শ্রমিকদের যদি খাদ্যের নিরাপত্তা না থাকে তাহলে তারা বাধ্য হবে রাস্তায় বার হতে। ভুখা পেট মানে না কোনো বাধা। লকডাউনের প্রকৃত উদ্দেশ্য সফল করতে গেলে সরকারকে সুনিশ্চিতভাবে এই মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণ করতেই হবে।
শ্রমজীবী মানুষের ভরসার সংগঠন, ভালোবাসার সংগঠন সর্বভারতীয় সংগঠন সিটুর ডাকে বেহালা পশ্চিম ১ সমন্বয় কমিটির অন্তর্ভুক্ত ১৩২/৪ শাখা অঞ্চলে পালিত হল প্রতিবাদ কর্মসূচি। যুব, মহিলা, শ্রমিক ও সাধারণ মানুষ নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দাবীসমূহ—(১) প্রত্যেক শ্রমিক পরিবারের হাতে ৭৫০০ টাকা দিতে হবে।
(২) নাইসেডের হাতে র‍্যাপিড টেস্টের যে কিট আছে তাই দিয়ে করোনা টেস্টের সংখ্যা আরও বাড়াতে হবে।
(৩) চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পি পি ই, মাস্ক, স্যানিটাইজার সরবরাহ করতে হবে।
(৪) আই সি ডি এস , আশাকর্মীদের, সাফাইকর্মীদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে, স্বাস্থ্যবীমা প্রদান করতে হবে ইত্যাদি।

(৫) পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাও।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।