দেশ

পরিযায়ী শ্রমিকদের জীবন জীবিকার সুরক্ষিত করার দাবী কেন্দ্রীয় ট্রেড ইউনিন গুলির


আশীষ পান্ডে: চিন্তন নিউজ:১০ই এপ্রিল:- ভিন রাজ্যে কাজে গিয়ে অনেক শ্রমিক লক ডাউনে আটকেও পড়েছেন আবার কাজ হারিয়েছেন। লকডাউন ঘোষণার পর দেখা গেছে শতশত মাইল পায়ে হেঁটে ফিরেছেন হাজারে হাজারে।
নিদারুণ কষ্টে ভিন রাজ্য বা স্থানে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন ওই পরিযায়ী শ্রমিকরা। টাকা পয়সা নেই। তারা কী করে কার ভরসায় বাড়ি ফিরবেন? এখন তারা কি খাচ্ছেন, কোথায় থাকছেন, সব খবর তো সরকারের কাছে নেই। দু-একটি রাজ্য ছাড়া তাদের একমাত্র ভরসা কিছু সংগঠন ও সমাজসেবী সংস্থা।

তাদের বাড়ি ফেরার জন্য রেলের ভাড়া মুকুব করতে হবে এবং রাজ্যগুলিকে বাসের ভাড়া মুকুব করতে হবে। দাবি জানিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি।আবার বাড়ি ফিরেও চরম দুর্দশায় পড়তে হবে। তাই কেন্দ্রীয় সরকারকে ১০ হাজার টাকা করে প্রত্যেক পরিযায়ী শ্রমিককে প্রদানের দাবিও জানিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি।

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে যেসব ইউনিয়ন গুলি স্বাক্ষর করেছে তারা হল যথাক্রমে সি আই টি ইউ, এ আই টি ইউ সি, আই এন টি ইউ সি, টি ইউ সি সি, ইউ টি ইউ সি, এইচ এম এস, এ আই ইউ টি ইউ সি,এ আই সি সি টি ইউ প্রভৃতি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।