রাজ্য

বৃষ্টিতে নৌকা নামলো, নগরীর রাস্তায় দেখা গেল কচ্ছপ


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:৩০শে জুলাই:– কয়েকদিন ধরে চলছে অবিরাম ধারায় বৃষ্টি। কলকাতা ও তার আশেপাশের এলাকা গুলো জলের তলায়। নিকাশি ব্যবস্থার হাল খুবই খারাপ।আর এরই মধ্যে কলকাতার রাস্তায় দেখা মিললো এক বড়োসড়ো কচ্ছপের। মনের আনন্দে সে ঘুরে বেড়াচ্ছিল চারু মার্কেট এলাকার ইন্দ্রানী পার্কে। কচ্ছপের ঘোরাফেরার কান্ড দেখে পুলিশ সহ এলাকাবাসী হতবাক হয়ে যায়। ইতিমধ্যে এলাকাবাসী চারু মার্কেট থানায় জানায় কচ্ছপটির বিষয়ে এবং তারা বন দপ্তরের সাথে যোগাযোগ করে কচ্ছপ টিকে উদ্ধার করেন এবং ওজন যন্ত্রে তুলে বিশালকার এই কচ্ছপটির ওজন ১২ কিলো ৬০০ গ্রাম। শহরের রাস্তায় কচ্ছপ কোথা থেকে এলো তা নিয়ে বড়োসড়ো প্রশ্ন উঠেছে।

এমনিতে বর্ষার সময় নানা ধরনের মাছ ইত্যাদি রাস্তায় উঠে আসে। এলাকাবাসীর ধারণা ইন্দ্রানী পার্ক এলাকায় একটি বড়ো পুকুর আছে হয়তো ঐ পুকুরে কচ্ছপটি থাকতো। জল বেড়ে যাওয়ায় ওইটি রাস্তায় উঠে আসে। পরে বনদফতর এসে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়। গত দু’দিন এর বৃষ্টিতে জলযন্ত্রনার ছবি স্পষ্ট। কিন্তু তার সাথে একটা সুখের খবর শহরের লোকেরা জাল ফেলে নানাধরনের মাছ ধরেছে যা কলকাতার রাস্তায় একেবারেই হয় না । গ্রামের দিকে এটা প্রায়ই হয়ে থাকে। টানা বৃষ্টিতে নৌকা নামলো রাস্তায়। নিউটাউন জল থৈ থৈ—- বাসিন্দারা নিজেরাই নৌকার ব্যবস্থা করে যাতায়াত করছেন।এছাড়া বেলুড় থেকে ব্যান্ডেল সব রেললাইন এর আন্ডারপাসে গলা অবধি জল। মানুষ প্রান হাতে করে রেললাইন পেরিয়ে চলাচল করছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।