রাজ্য

ছাত্রছাত্রীদের হাতে ‘সুদীপ্ত কিট’


সৌভিক ব্যানার্জী: চিন্তন নিউজ: ২৮শে মে:- লকডাউনে বিপর্যস্ত পরিবার, আমফানে বিধ্বস্ত ঘরবাড়ি। ছোটো ছোটো ছেলেমেয়েগুলোর কাছে না আছে পুষ্টির ঠিকানা, না আছে পড়াশোনার পর্যাপ্ত সরঞ্জাম। পাশে দাঁড়িয়েছে এস‌এফ‌আই-ডিওয়াইএফ‌আই। গোটা দেশ, গোটা বাংলাজুড়ে মানুষের ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার পাশাপাশি একটানা চলছে ছাত্র-যুবদের নানারকম কর্মসূচী। কোথাও কমিউনিটি কিচেন তো কোথাও বিনামূল্যে শিক্ষা সামগ্রীর জোগান দেওয়া, কোথাও বিনামূল্যে জনগণের বাজার।

এরই অংশ হিসেবে এস‌এফ‌আই – ডিওয়াইএফ‌আই বিদ্যাসাগর আঞ্চলিক কমিটির উদ্যোগে প্রস্তুত হয়েছে শহীদ কমরেড সুদীপ্ত গুপ্তের নামাঙ্কিত ‘সুদীপ্ত কিট’। কেএমসি’র ২৭ ও ৩৮নং ওয়ার্ডের বস্তিবাসী ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই কিট।
‘সুদীপ্ত কিটে’ আছে খাতা, পেন, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেলের মতো শিক্ষাসামগ্রীর পাশাপাশি নুডলস্, কেক, বিস্কুট, গুঁড়ো দুধ, এনার্জি ড্রিংক, ওআর‌এস, সাবানের মতো খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী।

এস‌এফ‌আই – ডিওয়াইএফ‌আই – র কর্মীদের ও এলাকার মানুষজনের সাহায্যে তৈরী করা এই কিট আগামী কয়েকদিনে পৌঁছে যাবে এই দুই ওয়ার্ডের প্রতিটা বস্তিতে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।