জেলা

ভুটানগামী সার্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল ছাত্র ছাত্রীরা


সঞ্জিত দে: ধূপগুড়ি : চিন্তন নিউজ:–৯ আগষ্ট ঃঃ-সরকারি নির্দেশিকা উড়িয়ে দিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর ভর্তির ফি অস্বাভাবিক চড়া হারে নেবার প্রতিবাদ করে ভুটানগামী সার্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল ছাত্র ছাত্রীরা।পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে আগামী কর্মসূচি ঘোষণা করে ছাত্ররা।এই ঘটনা ডুয়ার্সের বানারহাট এলাকার।ছাত্রদের অভিযোগ বানারহাট হিন্দি আদর্শ বিদ্যামন্দির ( এ ভি এম) স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণীর ভর্তির ফি বাবদ পাঁচশত টাকা করে নেওয়া হচ্ছে এই সাথে সাংস্কৃতিক বাবদ আরও তিরিশ টাকা নেওয়া হচ্ছে এবং ভুগোল বিজ্ঞান বিষয়ের জন্য অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এই ঘটনা নিয়ে অভিভাবক দের মধ্যে তুমুল প্রতিক্রিয়া হয়েছে অনেকেই টাকার অভাবে ভর্তি না করে ফিরে যাচ্ছেন।

এই ঘটনা প্রতিবাদ করে এস এফ আইয়ের বানার হাট লোকাল কমিটির উদ্যোগে আন্দোলন শুরু হয়।এস এফ আই লোকাল কমিটির সম্পাদক রীতেশ রায় জানায় এক সপ্তাহ আগেএস এফ আই জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আমরা জেলা স্কুল পরিদর্শকের কাছে ডেপুটেশন দিলে তিনি বলেন এই ধরনের অর্থ নেওয়া বে আইনি। তিনি স্কুল কে একটা নির্দেশিকা জারি করেন।ডি আইয়ের নির্দেশ উপেক্ষা করেই হিন্দি স্কুল কতৃপক্ষ এবং তৃনমুল পরিচালিত স্কুল পরিচালন কমিটি অত্যধিক অর্থ আদায় বন্ধ করেনি। এস এফ আই প্রতিনিধি সহ কয়েকজন অভিভাবক স্কুলে গিয়ে প্রতিবাদ জানিয়ে সরকারের নির্দেশ মেনে ভর্তির ফি নিতে আবেদন করে।এর পর গত শনিবার আচমকা কোনো রকম নোটিশ না দিয়েই স্কুল ভর্তির কাজ বন্ধ করে।ছাত্র নেতৃত্ব বলে করোনা আবহে সকলের রোজগার বন্ধ।এই স্কুলের ছাত্র ছাত্রী রা সবাই চা শ্রমিক অসংগঠিত শ্রমিক দিন মজুরের ঘরের তাদের পক্ষে এই টাকা জুলুম।শনিবার আচমকা ছাত্র ভর্তি বন্ধ হলে সবাই বিপাকে পড়ে। ১০ থেকে১৫ কিলোমিটার দুরের চা বাগান বনবস্তি থেকে গাড়ি ভাড়া করে ছেলে মেয়েদের নিয়ে আসে ভর্তি করতে। অভিভাবকদের সাথে আমরা স্কুলে গিয়ে সহকারী প্রধান শিক্ষক কে জানতে চাই কেন বিনা নোটিশে ছাত্র ভর্তি বন্ধ করা হলো।সহকারী প্রধান শিক্ষক উত্তেজিত হয়ে ধমকি দিয়ে বলেন আমরা ভর্তি নেবনা যদি কিছু করার থাকে করে নেবেন। এস এফ আইয়ের প্রতিনিধিরা সেদিন চাঁদা তুলে অনেক ছাত্র অভিভাবকদের বাড়ি ফেরার গাড়ি ভাড়া যোগার করে দেয়। সোমবার স্কুলের গেটে ছাত্র ছাত্রীরা জমায়েত হয়ে বিরাট মিছিল শুরু করে। বিভিন্ন পথ ঘুরে চামুর্চি যাবার সার্ক রোড অবরোধ করে বসে থাকে।এখানে বক্তব্য রাখেন এস এফ আইয়ের জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভময় ঘোষ জেলা নেতা অর্নব অর্ক রায়।রীতেশ রায় জানায় মঙ্গলবার বানারহাটের বিডিও অফিস ঘেরাও করে ডেপুটেশন দেওয়া হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।