জেলা

রবিবারের কলকাতা


চিন্তন নিউজ:২৭শে সেপ্টেম্বর:- গৌতম প্রামাণিক- এর রিপোর্ট:- আজ যখন দেশ ব্যাপি আমাদের অন্ন’দাতারা (কৃষক সমাজ) আক্রান্ত দেশের সরকারের দ্বারা। তার প্রতিবাদে দেশ উত্তাল এবং রাজ্যের সরকার “দূর্গা পূজা কমিটি” গুলোকে ৫০ হাজার করে টাকা দিতে ব্যস্ত। যখন ব্লাড ব্যাঙ্ক রক্তশূন্যতা, তখন উত্তর কলকাতার এসএফআই, ডিওয়াইএফআই, এইডওয়া, সিটু, ডব্লিউবিবিইউএস রাজাবাজার -কলেজ ষ্ট্রীট আঞ্চলিক কমিটির উদ‍্যোগে ৩৭নং ওয়ার্ডের পাটোয়ারবাগানে পাটোয়ারবাগান বালিকা বিদ্যালয়ে রক্তদান শিবিরের উদ‍্যোগ গ্ৰহণ করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন ডিওয়াইএফআই কলকাতা জেলা সভাপতি কমরেড কলতান দাশগুপ্ত, উপস্থিত ছিলেন কলকাতা জেলা ডিওয়াইএফআই সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি চক্রবর্তী, ছিলেন গণতান্ত্রিক মহিলা সমিতির কলকাতা জেলা সম্পাদিকা কমরেড দীপু দাস, এসএফআই কলকাতা জেলা সভাপতি কমরেড অর্জুন রায়, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কলকাতা জেলা সম্পাদক কমরেড শিবেন্দু ঘোষ, সিটু নেতা কমরেড সংগ্ৰাম চ্যাটাজী’, প্রমুখ।সন্মানীয় রক্তদাতা ছিলেন মোট ৪০ জন। উল্লেখযোগ্য বিষয় হলো সংখ্যা লঘু সম্প্রদায়ের উৎসাহ। এই মহামারী আবহাওয়ার মধ্যেও শিবির কে সফল করার জন্য মহিলা, পুরুষ, যুব এবং সকলস্তরের নাগরিক উপস্থিতি আগামী দিনের আন্দোলন, সংগ্ৰাম সংগঠিত করার ক্ষেত্রে বাড়তি মনোবল তৈরি করবে।

কাকলি চ্যাটার্জীর রিপোর্ট- সিপিআই(এম) কাশীপুর-বেলগাছিয়া ২ এরিয়া কমিটির আহ্বানে ‘সত্য ব্যানার্জী স্মৃতি রক্তদান’ অনুষ্ঠিত হল করোনা আবহে ব্লাডব্যাঙ্কের শূন্যতা পূরণ করতে। অসংখ্য মানুষের আসা যাওয়ায় রক্তদান শিবির যেন এক মিলনমেলা! রক্তদাতা ৬০ জন, ফিরে গেছেন বেশ কিছুজন রক্ত দিতে না পেরে! বিধিনিষেধের কারণে আর নেওয়া সম্ভব হয়নি। উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, কল্লোল মজুমদার, কনীনিকা ঘোষ, দেবাঞ্জন চক্রবর্তী, দেবাশীষ রায়, রেখা গোস্বামী, মধুজা সেনরায়, সংগ্ৰাম চ্যাটার্জী, কলতান দাশগুপ্ত, প্রতীপ দাশগুপ্ত প্রমুখ নেতৃবৃন্দ এবং অসংখ্য স্থানীয় মানুষজন।

কাশীপুর-টালা- চীৎপুর অঞ্চলে চিড়িয়ামোড়, চীৎপুর বাজার, বেলগাছিয়া বাজার, বিবিবাজার ও আর জি কর হাসপাতালের সামনে হকারভাইদের ৩০ সেপ্টেম্বরের সমাবেশকে কেন্দ্র করে অটোপ্রচার এবং পথসভা অনুষ্ঠিত হয়।

সংবাদদাতা কাকলি মৈত্র:- কলকাতার ২৭ নং ওয়ার্ডের মানিকতলা স্ট্রীটে আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কলকাতা জেলা কমিটির আহ্বানে মাস্ক বিলি করা হয় এবং করোনা সচেতনতা সম্পর্কিত লিফলেট দেওয়া হয় পথচলতি মানুষের মধ্যে।

সংবাদসূত্র—-শেখ সোলেমান:-১০ জনের ৬ জন বাঙালি বিজ্ঞানী শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার, ২০২০ পেয়েছেন। আজ, বিশিষ্ট বিজ্ঞানী অভিজিৎ মুখাজীকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, কলকাতা জেলার পক্ষ থেকে ওনার কালীঘাট এর বাড়িতে গিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হলো। বাকি সকলকেই আগামীদিনে সংবর্ধনা প্রদান করা হবে। উপস্থিত ছিলেন, সেখ সোলেমান, সম্পাদক, কলকাতা জেলা, বিমল চক্রবর্তী, সহ সম্পাদক, সুদীপ বিশ্বাস, সম্পাদক রাসবিহারী বিজ্ঞান সভা ও অন্যান্যরা।

সংবাদদাতা—-দেবী দাসের রিপোর্ট:-সি পি আই (এম) বেহালা ১১৮/ ৩ নং শাখার উদ্যোগে প্রাক্তন কাউন্সিলর অজয় অধিকারী প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। ওনার পার্টির কর্মকান্ডের মধ্যে মানুষের মধ্যমণি ছিলেন। লকডাউন অবস্থায় পরিযায়ী কর্মীদের নিজ ঘরে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন। উনি নিজের দল ছাড়াও সবার জন্য উনি সবার পাশে থাকতেন। ওনার কর্ম কান্ডের কথা বলে শেষ করা যাবে না। প্রায় এক মাস ধরে করোনা আক্রান্ত হয়ে লড়াই করেন ১৪ ই আগস্ট কোনো এক জায়গায় এসে হেরে গেলেন, অজয় অধিকারী অন্য দেশে পাড়ি দিলেন। আজ সব কমরেডরা একত্র হয়ে শপথ নিলেন ওনার বাকি কর্মসূচি সফল করবেন। উপস্থিতি ছিলেন ১২৪ নং ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর সুকুমার সরকার ও আরও বিশিষ্ট জনেরা এবং এলাকার সাধারণ মানুষজন।

সংবাদদাতা—- সাথী ভট্টাচার্য জানাচ্ছেন, কৃষি বিরোধী, কৃষক বিরোধী কৃষিবিল বাতিলের দাবিতে আজ কাশীপুর-টালা-চীৎপুর অঞ্চলের বামপন্থী গণসংগঠনগুলোর উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল। দাবী উঠলো অবিলম্বে এই অগণতান্ত্রিক উপায়ে সংসদে পাশ করা কৃষি বিল বাতিল করা হোক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।