সুশান্ত বিশ্বাস: চিন্তন নিউজ:২৭শে এপ্রিল:-সি পি আই (এম) গঙ্গারামপুর এরিয়া কমিটির পক্ষ থেকে আজকে গঙ্গারামপুর পৌরসভার পৌর পিতার কাছে নিম্নলিখিত দাবী জানিয়ে ডেপুটেশন দেওয়া হলো।
- করোনা সংক্রান্ত তথ্য গোপন করা চলবে না।
- করোনা রুখতে চাই টেস্ট টেস্ট আরও টেস্ট।
- সকল গরীব মানুষকে রেশনে প্রতিমাসে ৩৫কেজি চাল বিনামূল্যে দিতে হবে।
- সব গরীব মানুষকে বাঁচাতে কেন্দ্রকে ৫০০০ ও রাজ্যকে ২০০০ টাকা প্রত্যেকের ব্যাংক একাউন্টে দিতে হবে।
- রেশনে সামগ্রী পাচার করা চলবে না।
- প্রতি জেলায় করোনা টেস্ট কেন্দ্র খুলতে হবে।
- সরকারি ত্রাণ দলীয় কর্মীদের দিয়ে বন্টন করা চলবে না।