জেলা রাজ্য

পাঁচ দফা দাবিতে রাজ্য সরকারি কর্মচারিদের বিক্ষোভ


অর্ণব দে : চিন্তন নিউজ:২৯শে আগস্ট:-পশ্চিমবঙ্গ রাজ্যসরকারি কর্মচারী সমিতি সমূহের ডাকে সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের বহরমপুরে কালেক্টরেট বিল্ডিংয়ের সামনে টিফিন টাইমে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। কালেক্টরেট বিল্ডিংয়ের বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন, জেলা সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য সুকোমল সরকার । বক্তব্য রাখেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব সুতপা হাজরা ও জেলা কো-অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক শ্রী প্রলয় সেনগুপ্ত।

সেটেলমেন্ট এর সামনে বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন শ্রী বীরেণ মন্ডল, বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃত্ব অনুপ বিশ্বাস ও সঞ্জয় সাহা।

মুলতঃ পাঁচ দফা দাবিতে এই বিক্ষোভ সভা। দাবিগুলো- কেন্দ্র ও রাজ্য সরকারকে সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে।
কেন্দ্র সরকারের বাধ্যতামূলক অবসর গ্রহন সহ সমস্ত কর্মচারী স্বার্থ বিরোধী প্রকল্প বাতিল করতে হবে।
রাজ্য সরকারের নিয়ম বহির্ভূত প্রতিহিংসা পরায়ণ বদলির আদেশনামা প্রত্যাহার করতে হবে।
কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা বলয়ে আনার প্রাথমিক দায়িত্ব রাজ্য প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে।
কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার অর্জিত অধিকার কেড়ে নেওয়া চলবে না।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।