চিন্তন নিউজ – ২৭/০৩/২০২৪:- সংবাদ দাতা সুশান্ত ঘোষ – আজ বিকাল থেকে বামফ্রন্টের সিপিআই (এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য্যর সমর্থনে সোনারপুরে প্রচার মিছিল সংগঠিত হয়। মিছিল খুড়িগাছি সোমদপুর-গোড়খাড়া মালির বাগান ,সোনারপুর বাজার ও রেলগেট হয়ে সোনারপুর মোড়ে শেষ হয়। প্রচার মিছিলের শুরুতে সোমদপুরে সাধারণ মানুষের ব্যাপক জন সমাগম হয়। প্রার্থী সৃজন ভট্টাচার্য পথ চলতি মানুষজন, ব্যাবসায়ী, অটো চালক, টোটো ও রিকশাচালকদের কাছে জয়ীকরার আহ্বান জানান । আজ নির্বাচনী প্রচার অভিযানে অসংখ্য কর্মী-সমর্থক দরদীদের উপস্থিতি ছিল। এই নির্বাচনী প্রচারে নেতৃত্বের মধ্যে ছিলেন এরিয়া কমিটির সম্পাদক উদয়ন সরকার, জেলা কমিটির সদস্য অমল বৈদিক ও দীপঙ্কর শীল, এরিয়া কমিটির সদস্য সুশান্ত ঘোষ, সুব্রত ঘোষ, কাজল দে প্রমুখ এরিয়া কমিটির সদস্যগন।
সংবাদ দাতা তাপস বোস –গত ২৬/০৩/২০২৪ তারিখ মঙ্গলবার রাজ্য কো অর্ডিনেশন কমিটি,পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি (w b m o a ) ও রাজ্য সরকারি পেনশনার সমিতির প্রাক্তন প্রবীণ নেতৃত্ব কমরেড সত্যেন ব্যানার্জির স্মরণ সভা বিপুল কর্মচারী সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপাল চ্যাটার্জী, অপূর্ব দাস এবং স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রজত সাহা, বিমল কুন্দগ্রামি, মৈনাক ব্যানার্জী, সত্যেন দার কন্যা শ্রীমতী সুদেষ্ণা হালদার, অরূপ চন্দ, সুজশ চক্রবর্তী ও মনোজ ব্যানার্জী।