চিন্তন নিউজ ১২/১০/২৩:– প্রতিনিধি অভিজিৎ ব্যানার্জীর প্রতিবেদন — মহেশতলা ১ এরিয়া কমিটির উদ্যোগে প্রিপেড স্মার্ট মিটার বিরোধী গন কনভেনশন ও স্বাক্ষর সংগ্রহ।
জেলার অন্য প্রান্ত থেকে দুই প্রতিনিধি অভিজিৎ ব্যানার্জী এবং সুশান্ত ঘোষ তাঁদের প্রতিবেদনে জানিয়েছেন – পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ ও সারা ভারত ক্ষেত মজুর সংগঠনের দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির যৌথ উদ্যোগে বারুইপুর পদ্মপুকুরে আজ কনভেনশন অনুষ্ঠিত হলো সামাজিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠার দাবীতে।এই কনভেনশন পরিচালনা করেন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের জেলা কমিটির সভাপতি বিমল মিস্ত্রী, দীপক দাস ও কাকলী মল্লিক। প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের রাজ্য সম্পাদক অলোকেশ দাশ ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের জেলা সভাপতি তুষার ঘোষ।এ ছাড়া বক্তব্য রাখেন সারা ভারত খেত মজুর ইউনিয়নের জেলা সম্পাদক উৎপল মন্ডল ,পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মন্চের জেলা সম্পাদক প্রসেনজিৎ কর্পো।