চিন্তন নিউজ ৬/৯/২৩— প্রতিবেদনে দেবু রায় — আজ কালিকাপুর বাজারে ১০৬নং ওয়ার্ডে (KMC )দঃ চব্বিশ পরগনা জেলা জনপথ পরিবহন (CITU )পক্ষ থেকে অর্থ সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার জনপথ পরিবহনের সম্পাদক তপন মৌলিক, ছিলেন জেলা জনপথ পরবহণের ফান্ড -ইন -চার্জ, বিস্বজিৎ দলুই। এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক সিআইটিইউ কর্মী এবং জেলার অন্য কয়েক জন্ সদস্য। মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবেই, উৎসাহের সাথেই তাহবিলে অর্থ প্রদানকরতে দেখা যায়।
সুশান্ত ঘোষের প্রতিবেদন (সোনারপুর মধ্য )–:
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সোনারপুর মধ্য আঞ্চলিক কমিটির উদ্যোগে বিগত পঞ্চায়েত নির্বাচনে সোনারপুর -২ ও কামরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রাম সভা পঞ্চায়েত সমিতির , জেলা পরিষদ এর আসন গুলিতে যে সকল সি পি আই (এম )মহিলা প্রার্থী রা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাঁদের এক সম্বর্ধনাঅনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্বর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইডওয়া (AIDWA) দঃ ২৪পরগনা জেলা কমিটির সভানেত্রী মিলি চক্রবর্তী। সম্পাদিকা মোনালিসা সিনহা, আঞ্চলিক কমিটির মহিলা সম্পাদিকা সোনালী রায়, মহিলা নেত্রী নীলিমা দেবনাথ, মৈত্রেয়ী ভট্টাচাৰ্য আঞ্চলিক মহিলা সমিতির সভানেত্রী মঞ্জু সরকার, রাজপুর সোনারপুর পুরো সভার কাউন্সিলার অর্চনা মিত্র এছাড়াও ছিলেন জেলা কমিটির সদস্য সোমা পাঁজা, এবং মহিলা সংঘঠনের সদস্য বৃন্দ। এখানে সভায় বক্তব্য রাখেন মোনালিসা সিনহা। এবং অন্যান্য মহিলা নেতৃবৃন্দ। এই সভায় আগামী ৮তারিখ কলকাতায় মহিলা সমাবেশে যাতে ব্যাপক মহিলার সমাগম হয় তার নিশ্চিত করার উদ্যোগ নিতে বলা হয়।