জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আংশিক সংবাদ .


চিন্তন নিউজ:১০ই মার্চ:- যাদবপুর থেকে দেবু রায় জানাচ্ছেন.- আজ যাদবপুর বিধান সভায় সংযুক্ত জোটের প্রার্থী ডাক্তার সুজন চক্রবর্তী র সমর্থনে সন্তোষপুর লেক থেকে সুজন চক্রবর্তী র নেতৃত্বে এক মিছিল করা হয় নন্দীবাগান হালতু পর্যন্ত, অসংখ্য সাধারন মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতন .

অপর দিকে বজ বজ থেকে ইজ্জাজুল মোল্লা জানাচ্ছেন যে গতকাল বজ বজ বিধানসভায় সংযুক্ত জোটের পক্ষ থেকে বজবজ পাবলিক লাইব্রেরি হলে এক কর্মী সভার আয়োজন করা হয় , এখানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সময় পিআইএম দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সম্পাদক শমিক লাহিড়ী, কংগ্রেস থেকে ছিলেন শেখ মুজিবর রহমান , এবং আইএস‌এফ থেকে ছিলেন কবি শেখ সাইদুল ইসলাম.


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।