জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত : ৭ ই নভেম্বর: – মহান নভেম্বর বিপ্লবের কর্মসূচি আজ পালিত হয়েছে পূর্ব বর্ধমান জেলার সর্বস্তরে, সর্বত্র। সি পি আই এমের পার্টি সংগঠন, ছাত্র ফেডারেশন, যুব ফেডারেশন , কৃষক সভা সর্বস্তরেরই পালিত হয়েছে। মহান নভেম্বর বিপ্লবের দিনটি পালনের সাথে সাথেই আগামী ২৬ শে নভেম্বর সারা দেশজুড়ে সাধারণ ধর্মঘট সফলের আহবানে মিছিল ও সভাও অনুষ্ঠিত হয়েছে কিছু জায়গায়।

নভেম্বর বিপ্লবের ১০৪ বার্ষিকী উদযাপন করার জন্য গুসকরা পূর্ব এরিয়া অফিসে পতাকা উত্তোলন করেন আলমগীর মন্ডল।উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্যরা। ভাতার ১ এরিয়া কমিটির উদ্যোগে, পূর্বস্থলী, কালনা ২ এরিয়া কমিটি, রায়না ২ এরিয়া কমিটির পহলানপুরে,কাটোয়ায় লেনিন মূর্তির পাদদেশে যথাযোগ্য মর্যাদায় মাল্যদান, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপিত হয়।

মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে SFI’ র বুকস্টল (বর্ধমান শহর ) করা হয় উপস্থিত ছিলো রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী। জামালপুরে ও বর্ধমান ২ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে মিছিল করা হয় মহান নভেম্বর বিপ্লবের স্লোগান ও আগামী ধর্মঘটের জন্য স্লোগান দেওয়া হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তাপস সরকার ও অপূর্ব চ্যাট্টার্জী এবং এরিয়া কমিটির নেতৃবৃন্দ। ২ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে পারবীরহাটা, হারাধনপল্লীতেও উদযাপন হয়।

ঐতিহাসিক মহান নভেম্বর দিবস পালিত হলো নার্স কোয়ার্টার মোড়ে, ২৭নং ও ২৯নং ওয়ার্ডের (টি-২২ এবং টি-১৬ শাখা) উদ‍্যোগে। পার্টির রক্ত পতাকা উত্তোলন করেন পার্টির পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তাপস সরকার। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস‍্যা সুপর্ণা ব‍্যানার্জী সহ উক্ত এলাকার এবং সাধারণ মানুষ। কর্মসূচির শেষে শ‍্যামলাল এলাকায় দ্রব‍্যমূল‍্য বৃদ্ধির প্রতিবাদে এবং ২৬শে নভেম্বর দেশব‍্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল সংগঠিত হয়। পার্টির জেলা দপ্তরে নভেম্বর বিপ্লব পালন কর্মসূচি। পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান নেতা অরিন্দম কোনার। বক্তব্য রাখেন অমল হালদার। উপস্থিত জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তাপস সরকার ও অপূর্ব চ্যাটার্জী।

বর্ধমান বর্ধমান শহর ১ এরিয়ায় বিভিন্ন্ জায়গায় মর্যাদার সাথে পালিত হলো নভেম্বর বিপ্লব বার্ষিকী দিবস:১) কালনাগেট বাজার অফিস
২) রামকৃষ্ণপল্লী অফিস ৩) ৮ নং ওয়ার্ডের অফিস ৪) প্রণববটব্যাল ভবন ৫) বিধানপল্লী
৬) উত্তরণ অফিস৭) ৩ নং ইছলাবাদ অফিস ৮) খোসবাগান ৯) বোরহাট ট্রাস্টি বোর্ড
১০) রাজগঞ্জ ১১) গোদা অফিস ১২) সুভাষপল্লী অফিস ১৩) ভাঙ্গাকুঠী ১৪) নার্স কোয়াটার মোড় ১৫) ৩১ নং ওয়ার্ড ১৬) এরিয়া অফিস। কর্মসূচী শেষে দ্রব্য মূল্য বৃদ্ধি, ২৬ শে নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।