চিন্তন নিউজ:- ৭/৬/২৩ :– অভিজিত ব্যানার্জী র প্রতিবেদন :— বাখরাহাট -তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ অভিযান এবং প্রচার করার উদেশ্য নিয়ে বাখরাহাট এরিয়া কমিটির উদ্যোগে বুড়ির পোল নতুন রাস্তার মোড়ে সংঘটিত হয়। এখানে উপস্থিত ছিলেন জেলার নেতা প্রভাত চৌধুরি, গৌতম পাল সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।
ঠাকুরপুকুর — বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ঠাকুরপুকুর মহেশতলা লোকাল কমিটির যৌথ উদ্যোগে রসপুঞ্জে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সই স্বাক্ষর অভিযান চলতে দেখা যায়।
মধ্য যাদবপুর –আজ সন্ধ্যায় মধ্য যাদবপুর এরিয়া কমিটির অন্তর্গত কেন্দুয়া পূর্ব ফুলবাগান শাখায় “বালেস্বারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় “নিহত দের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আহত দের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
বাটা -মহেশ তলা –সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বাটা মহেশ তলা এবং মহেশতলা -২নং লোকাল কমিটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নুঙ্গী গঙ্গার ঘাটে ও শিবপুরে বৃক্ষ রোপন এবং বৃক্ষ দান কর্মসূচি পালন করা হয়।