জেলা

রবিবারের কলকাতা-


চিন্তন নিউজ-দেবী দাস-২০ শে সেপ্টেম্বর-এক মারাত্মক সংকটের সম্মুখীন আজ মানব সমাজ! কোভিড ১৯ ভাইরাস এখন প্রধান এবং সাধারণ শত্রু আপামর বিশ্ববাসীর। এই সময়ে মানুষের প্রয়োজনে পাশে থাকা বাম মতাদর্শে বিশ্বাসী যুব সমাজ অজেয়কে জয় করার জন্য দৃঢ়চেতা! যুব সমাজই দিতে পারে এক বুক রক্ত, এই দায়বদ্ধতা থেকেই গণতান্ত্রিক যুব ফেডারেশন,সিআইটিইউ,সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বেহালা পশ্চিম (১) আঞ্চলিক কমিটি (১৩১ নং ওয়ার্ড)কম: শ্যামল চক্রবর্তী এবং করোনা যুদ্ধে প্রয়াত সকল সামনের সারির যোদ্ধাদের স্মরণে আজ পর্ণশ্রী সংস্কৃতি কেন্দ্রে রক্ত দান শিবির আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন যুব সংগঠনের সভাপতি প্রীতম সেন। মহিলা সমিতির কলকাতা জেলা সভানেত্রী সমিতা হরচৌধুরী, সিআইটি ইউ রাজ্য কাউন্সিল সদস্যা মিতা ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ। মোট ৮০ জন রক্তদাতা রক্তদান করেন।

ঠাকুরপুকুর-জোকা অঞ্চলের এক সন্ত্রাস কবলিত এলাকা ২২ বিঘা। বাম গণতান্ত্রিক আন্দোলন করার কোনো অধিকার কার্যতঃ এখানে এতদিন ছিল না। দীর্ঘদিন পর আজ গণতান্ত্রিক যুব ফেডারেশন ঠাকুরপুকুর-জোকা আঞ্চলিক কমিটির কর্মীরা এলাকার প্রান্তিক মানুষের সাহায্যে পৌঁছে গেলেন। ১৫০ জন মানুষের হাতে পুষ্টিকর খাবারের উপকরণ পৌঁছে দেওয়া হল।

সংবাদদাতা—কাকলি চ্যাটার্জী-র রিপোর্ট:- ১. দেশজোড়া সাম্প্রদায়িক মেরুকরণ এবং গণতান্ত্রিক ও নাগরিক অধিকারের ওপর আক্রমণ বন্ধ করতে হবে।
২. দেশে মহিলা-আদিবাসী-দলিত সহ পিছিয়ে পড়া মানুষের ওপর আক্রমণ বন্ধ করতে হবে।
৩. দেশের বিভিন্ন ক্ষেত্রকে বেসরকারিকরণের মাধ্যমে দেশের সম্পদের ব্যাপক লুঠ এবং শ্রমআইন বিলোপ রদ করতে হবে।
৪. কেন্দ্রীয় সরকারকে জনগণের মৌলিক চাহিদাগুলিকে স্বীকৃতি দিতে হবে—
ক) আগামী ৬ মাস ধরে আয়করের বাইরে থাকা সমস্ত পরিবারকে মাসিক ৭,৫০০ টাকা করে দিতে হবে।
খ) সমস্ত মানুষকে মাসিক ১০কেজি খাদ্যশস্য আগামী ৬ মাস ধরে দিতে হবে।
গ) বর্ধিত মজুরিতে গ্রামের সাথে শহরেও ন্যূনতম ২০০ দিনের কাজের ব্যবস্থা করতে রেগার প্রজেক্টকে সম্প্রসারিত করতে হবে।
ঘ) ‘আর্বান এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট’র ঘোষণা করতে হবে।

এই দাবিগুলোর ভিত্তিতে আজ
সিপিআই(এম) জোড়াসাঁকো ১ এরিয়া কমিটির উদ্যোগে এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদদাতা—-অচ্যুত চক্রবর্তী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের মানুষ মারার নীতি ও রাজ্য সরকারের চুরি-দুর্নীতির বিরুদ্ধে ঢাকুরিয়ায় বামপন্থীদের সমূহের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ৯২ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা সুবিশাল মিছিল পরিক্রমা করে। প্রায় ৫০জন বাইক,সাইকেল এবং ২০০জন পদযাত্রী অংশগ্রহণ করে। নেতৃত্ব দেন সিপিআইএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য দীপংকর দে,সিপিআইএর জেলা সম্পাদক প্রবীর দেব, আর এস পির পুলক মৈত্র, সিপিআইএমএল লিবারেশন নেতা বাবুন চ্যাটার্জী ও এলাকার পৌর কোর্ডিনেটর মধুছন্দা দেব।

আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ঢাকুরিয়া কেন্দ্রের পক্ষ থেকে শ্যামল স্মৃতি পরিষদে কোভিড-১৯অতিমারিতে আক্রান্ত রোগীর পরিষেবার জন্য ওয়ার্কশপে বক্তব্য ও হাতেকলমে স্বাস্থ্ বন্ধুদের ডাঃ ফুয়াদ হালিম শেখান এবং ইমিউনিটি সম্পর্কে বক্তব্য রাখেন জেলা সম্পাদক শেখ সোলেমান।

সংবাদদাতা—-মহুয়া সাহা জানাচ্ছেন, আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সিঁথি-পাইকপাড়া বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ১) চিড়িয়ামোড় অগ্রণী পাঠাগারের সামনে এবং ২) পাইকপাড়া আশুবাবুর বাজারের সন্নিকটে ইমিউনিটি শিবির অনুষ্ঠিত হয় । এই কর্মসূচি শেষে প্রান্তিক মানুষদের হাতে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয় । এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন সংগঠনের কলকাতা জেলা সম্পাদক শেখ সোলেমান , রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ডাঃ কুন্তল বিশ্বাস , পুষ্টি বিশেষজ্ঞ কোয়েল পাল চৌধুরী, জেলা কমিটির সহ সম্পাদক সুরজিৎ সাহা , অনিন্দ্য চৌধুরী এবং জেলা সম্পাদকমন্ডলীর সদস্যা মহুয়া চত্রবর্তী সহ সিঁথি-পাইকপাড়া কেন্দ্রের সদস্য/ সদস্যারা ।

সংবাদদাতা—-সাথী ভট্টাচার্য’র রিপোর্ট- ভারতের ছাত্র ফেডারেশন, সিটু, বস্তি উন্নয়ন সমিতি, গণতান্ত্রিক যুব ফেডারেশন ও সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কাশীপুর-টালা-চীৎপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় চীৎপুর ঘোষবাগান (৬ নং ওয়ার্ড) এলাকায়। ১০৭ জন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত থেকে স্বাস্থ্য পরীক্ষা করান ও প্রয়োজনীয় পরামর্শ নেন।

সংবাদদাতা–গৌতম প্রামাণিক জানিয়েছেন, ২০১১, ১৩মে সরকার পরিবর্তনের পর কলকাতার যে সব জায়গায় তৃণমূল সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল তারমধ্যে বেলেঘাটা বিধানসভা অঞ্চল অন্যতম। ফুলবাগান তার অন্তর্গত। এই অঞ্চলে ডিওয়াইএফ(আই) ইউনিটের যুবরা প্রকাশ্যে সম্মেলন করলো। এটা একটা তাৎপর্য পূর্ণ বিষয়। শুধু নিয়ম মাফিক সম্মেলন নয়, প্রকাশ্যে দিনের আলোয় আজকের সম্মেলন অঞ্চলে আগামী দিনে এক গণতান্ত্রিক পরিবেশ পৌঁছে গেলো শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের কাছে। এটাই এই সম্মেলনের আজ মূল্যায়ন। তৃণমূল সন্ত্রাস ও বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের বিরুদ্ধে আগামী দিনে তীব্র লড়াইয়ের শপথ নিলেন এই যুব কমরেডরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।