জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংক্ষিপ্ত সংবাদ– দিকে দিকে শুরু হলো শারদীয়ার মার্কসবাদী সাহিত্য বিক্রয় স্টল।


নিজস্ব সংবাদদাতা : চিন্তন নিউজ:১০ই অক্টোবর:– যাদবপুরে শুরু হল “শারদীয়া বুকস্টল” । প্রতি বছরের মতো এবছরেও আমরা হাজির বিপুল বইয়ের সম্ভার নিয়ে..
উদ্বোধন করলেন বিশিষ্ট চিত্রপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়,। উপস্থিত ছিলেন কমরেড রবীন দেব, বিশিষ্ট আইনজীবী ও রাজ্যসভার সাংসদ কমরেড বিকাশরঞ্জন ভট্টাচার্য, এবং কমরেড দেবদূত ঘোষ। আগামী ১৬ই অক্টোবর পর্যন্ত, রোজ সকাল ১০টা থেকে রাত ১০টা অবধি খোলা থাকবে আমাদের বুকস্টল..

আজ সাড়ে পাঁচটায় শ্রী রামপুর ক্লাবের সামনে আমাদের মার্কসীয় বুক স্টলের উদ্বোধন করলেন কমরেড কানাই দেব। উপস্থিত ছিলেন কমরেড উজ্জ্বল চ্যাটার্জি, কমরেড অশোক ঘোষ,কমরেড সুস্মিতা মন্ডল সহ সব শাখার কমরেডগণ।

অর্পিতা দাশগুপ্ত জানাচ্ছেন– যাদবপুরের সামাজিক সংস্থা ‘মরমী’ -র পক্ষ থেকে তাদের প্রথম প্রতিষ্ঠা-বার্ষিকী উপলক্ষে ‘শারদ-অর্ঘ্য’ কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচিতে দমদম স্টেশনের ভিক্ষোপজীবী প্রবীণদের মধ্যে নতুন বস্ত্র প্রদান করা হয়। ৯ অক্টোবর দমদম শ্রী কলোনিতে এই কর্মসূচিতে ৩০জন প্রান্তিক প্রবীণ উপকৃত হলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।