জেলা রাজ্য

ভগবানগোলার মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে এস‌এফ‌আই


জামাল‌উদ্দিন: চিন্তন নিউজ:২২শে মে:- মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকার পরিযায়ী শ্রমিক যারা তেলেঙ্গানায় ছিলেন, এমন চৌত্রিশজন সেখান থেকে নিজ গৃহে ফেরেন গতকাল। তাদের মুখে শোনা কথা অনুযায়ী, তারা পশ্চিমবঙ্গের বাইরে যতক্ষণ ছিলেন ততক্ষণ খাওয়ার জোগান পেয়েছিলেন। কিন্তু রাজ্যে ঢুকে খাবার, জল না পাওয়া ,তাছাড়া দীর্ঘ পথ অতিক্রমের ধকল, নানারকম বিধিনিষেধের সম্মুখীন হ‌ওয়ার পর ক্লান্ত, বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরেছেন।

এদের মধ্যে একজনের গতকাল বাড়ি ফিরেই ক্লান্ত হয়ে মৃত্যু হয়। তার পরিবারের কাছে পৌছে যান আমাদের ভগবানগোলা এস‌এফ‌আই ১ নং লোকাল কমিটি ছাত্রকর্মীরা। নিজেদের সাধ্য মতো কিছু খাদ্য সামগ্রী, কিছু অর্থ, ও পরিবারের ছাত্রটির জন্য পড়াশোনার সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।