মিঠুন ভট্টাচার্য্য: চিন্তন নিউজ:১০ই মে:-কোথাও পরিযায়ী শ্রমিকরা সাইকেল চেপে বাড়ি ফিরছেন , কোথাও বা মাইলের পর মাইল হেঁটে রওনা দিয়েছেন নিজের গন্তব্যের উদ্দেশ্যে , এর মাঝেই ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা ঔরঙ্গাবাদ এর মর্মান্তিক পরিযায়ী শ্রমিক মৃত্যু।
সরকারি উদাসীনতা – অবহেলায় যেভাবে একের পর এক শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটছে যেভাবে ট্রেনে কাটা পরে ষোলোজন পরিযায়ী শ্রমিক মৃত্যুর কোলে হারিয়ে গেল সেই ঘটনার প্রতিবাদে নকশালবাড়িতে সিপিআইএমের শ্রমিকসংগঠন সিটুর উদ্যোগে এবং এ আই টি ইউ সি সহ অন্যান্য শ্রমিক সংগঠনের যোগদানে সরকারি নির্দেশিকা ও সামাজিক দূরত্ব মেনে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় , নেতৃত্ব দেন দার্জিলিং জেলা সিআইটিইউ সভাপতি তথা সিপিআইএম জেলা কমিটির সদস্য কমরেড গৌতম ঘোষ।
এক বিবৃতিতে কমরেড গৌতম ঘোষ দাবি করেন অবিলম্বে সরকারকে পরিযায়ী শ্রমিকদের সুষ্ঠুভাবে নিজের নিজের ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে
প্রত্যেক শ্রমিকের খাদ্য ও চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে
ইতিমধ্যেই যেসকল সংগঠিত ও অসংগঠিত শ্রমিক কাজ হারিয়েছেন ও হারাতে যাচ্ছেন তাদের কর্ম সুনিশ্চিত করতে হবে
সরকার এ বিষয়ে আলোকপাত না করলে দার্জিলিং জেলা ” সি আই টি ইউ ” অবিলম্বে বৃহৎ আন্দোলনে যাবে বলে কমরেড গৌতম ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন।