জেলা

মাতৃদিবসে রক্তদান


শংকর পাল:চিন্তন নিউজ:১০ই মে:- লকডাউন সময়ে রক্তের ভান্ডার পূর্ণ রাখার লক্ষ্যে বিশেষ অনুমতি নিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হল ইস্পাত নগরী তিলক ইউনাইটেড ক্লাবে
শিবিরের শুরুতে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। ৩ জন মহিলা সহ ২২ জন রক্তদান করেছেন। শিবির পরিচালনায় সাহায্য করেছেন দুর্গাপুর মহকুমা ভলান্টিয়ারী ব্লাড ডোনার্স ফোরাম এর স্বেচ্ছাসেবীবৃন্দ।দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক মেডিকেল টীম রক্ত সংগ্রহ করেছেন।

মহকুমা শাসক অনির্বাণ কোলে সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিবির শেষে দুর্গাপুর মহকুমা ভলান্টিয়ারী ব্লাড ডোনার্স ফোরাম এর তরফে রাজেশ পালিত আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র এবং শুভেচ্ছা স্মারক তুলে দেন। ভলা

ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ সকল রক্তদাতা ও আয়োজক সংগঠনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। করোনা প্রতিরোধে সকলের কাছে বিশেষ আবেদন রেখেছেন নূন্যতম ফিজিক্যাল ডিস্টান্সিং মেনে চলতে, মাস্ক ব্যবহার করতে এবং বারে বারে সাবান দিয়ে হাত ধুতে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।