জেলা রাজ্য

রাজ্যের উপেক্ষিত রোজগারহীন পরিযায়ীদের রোজনামচায় অন্য স্বাদ এস‌এফ‌আই


সরোজ দাস: চিন্তন নিউজ:২৯শে মে:- চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ৩১ শে মে। অর্থনৈতিক সক্রিয়তার লক্ষ্যে কর্পোরেট লবি তুষ্ট করার জন্য বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের বক্তব্য শুনেছেন। সামগ্ৰিক অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো পঞ্চম দফায় লকডাউন ঘোষণা হতে চলেছে কিন্তু চরমভাবে উপেক্ষিত থাকছে রাজ্যের রোজগারহীন মানুষের, পরিযায়ীদের রোজনামচা।

সঙ্কটে থাকা পরিবারের একাউন্টে প্রতি মাসে ৭৫০০ টাকা দেওয়ার দাবি জানিয়ে আসছে কংগ্ৰেস সহ বামদলগুলো। কিন্তু ‘মন কি বাত ‘ কিংবা ‘প্রচেষ্টা’ বাস্তবে কোনোভাবেই জনতা কি বাত হতে পারছেনা, রাজ্যসরকার ঘোষিত প্যাকেজ কাটমানিখোর নেতা কর্মীদের পাল্লায় পড়ে গতি হারিয়েছে মাঝপথেই।

অশক্ত, বিভ্রান্ত, অসুস্থ প্রান্তিক মানুষের মধ্যে সাহায্যের জন্য হাওড়া জেলার এস এফ আই বেলুড় ইউনিট চালু করেছে কমিউনিটি কিচেন। স্থানীয় স্বচ্ছল অধিবাসীদের সাহায্যে উত্তরোত্তর আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে দায়বদ্ধ সংগঠনের কর্মীরা। আজ ২০০ এর বেশি পরিবারের পাশে দাঁড়ালো গর্বের সংগঠন এস এফ আই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।