রুদ্র চক্রবর্তী:চিন্তন নিউজ:৭ই জুন:–এসএফআই, ডিওয়াইএফআই নাকাশিপাড়া উত্তর ছাত্র যুবর যৌথ উদ্যোগে নাকশিপাড়া বেথুয়াডহরী২ এর ৮ টি এবং বেথুয়াডহরী১ এর ১টা কোয়ারান্টাইন সেন্টারে থাকা ৮০ জন (২ জন বাচ্চা) পরীযায়ী শ্রমিককে আজ দুপুরের খাবার,জলের বোতল এবং ১ টি করে স্যানিটাইজার দেওয়া হল।
এবং আগামী ১০ তারিখ থেকে এই সব মানুষের জন্য এই কিচেন সিপিআই(এম) পার্টির সহায়তায়, লাগাতার চলবে, যতদিন না কোয়ারান্টাইন এ থাকা শ্রমিকদের সুস্থ,কোন ব্যবস্থা সরকার করছে।
