রাজ্য

গিলে খেতে এগিয়ে আসছে সমুদ্র


মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ২১ জুলাই: সমুদ্র গিলে খাচ্ছে খেজুরিকে। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে বাঁধের ভাঙ্গন। তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। গাছ লাগিয়েও মিলছে না রেহাই। প্রশাসন সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আতঙ্ক কাটছে না স্থানীয়দের।

এগোচ্ছে সমুদ্র, আতঙ্কে খেজুরির বাসিন্দারা। মাটির বাঁধ চলে যাচ্ছে সমুদ্র গর্ভে। উপড়ে গিয়েছে গাছও। কোন কিছুতেই ঠেকানো যাচ্ছেনা ভাঙ্গন। খেজুরির সমুদ্র পাড়ে আছে আতঙ্ক । ভাঙ্গনে হারাচ্ছে বিঘার পর বিঘা জমি। প্রশাসনের কাছে সমস্যার স্থায়ী সমাধান চান বাসিন্দারা। ভাঙ্গন ঠেকানো না গেলে টিকে থাকা ভিটেমাটি ও সমুদ্রে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সমুদ্রের মাঝখানে জেগে উঠছে চর। ফলে গতিপথ বদলাচ্ছে সমুদ্র। গাছ লাগিয়েও আটকানো যাচ্ছে না ভাঙ্গন। সমুদ্রের ভাঙ্গন রোধে পদক্ষেপ নেবে সেচ দপ্তর, জানিয়েছেন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাঙ্গন আটকাতে গাছ লাগানোর ওপরই জোর দিচ্ছেন খেজুরির বিডিও। ভাঙ্গনের জেরে উপড়ে গিয়েছে গাছও। পর্যটনের ক্ষেত্রেও গুরুত্ব রয়েছে খেজুরি। ভারতের প্রথম পোস্ট অফিস রয়েছে এখানেই। তাই ভাঙ্গন বাড়ার আতঙ্কে পর্যটকরাও।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।