মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ২১ জুলাই: সমুদ্র গিলে খাচ্ছে খেজুরিকে। ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে বাঁধের ভাঙ্গন। তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। গাছ লাগিয়েও মিলছে না রেহাই। প্রশাসন সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আতঙ্ক কাটছে না স্থানীয়দের। এগোচ্ছে সমুদ্র, আতঙ্কে খেজুরির বাসিন্দারা। মাটির বাঁধ চলে যাচ্ছে সমুদ্র গর্ভে। উপড়ে গিয়েছে গাছও। কোন কিছুতেই ঠেকানো যাচ্ছেনা ভাঙ্গন। […]