রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

সম্প্রীতির বঙ্গে খুদেদের মিড ডে মিলে ধর্মীয় বিভাজন !


মীরা দাস:চিন্তন নিউজ:১৩ই সেপ্টেম্বর:–ধর্মের কাঁটাতারে বিভক্ত বাচ্চাদের মিড ডে মিল ? বিভাজনের জেরে আলাদা হেঁসেল ..

এবার শিক্ষাঙ্গনে খাবার পাতেও ধর্মের বেড়াজাল বিস্তার করেছে ।শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যার সাথে সাথে উদারতা এবং মানবিকতার পাঠ দেওয়ার কথা তা না দিয়ে নিম্ন রুচির ,ধর্মিয় বিভাজন শেখানো হচ্ছে ।এই ধরনের ঘটনা ঘটেছে মুর্শীদাবাদের জঙ্গিপুর মহকুমার সূতীর আহিরণ রামডোবা বিদ্যালয়ে। স্কুলের দৃশ্য তেমনই প্রমাণ দিল। দেখা গেল দীর্ঘ ন’ বছর ধরে সেখানে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের ছোট ছোট পড়ুয়াদের মিড- ডে মিলের খাবার রান্না হচ্ছে দুটি পৃথক হেঁসেলে ।শুধু যে রান্না আলাদা ভাবে হচ্ছে তা নয় ,পরিবেশন হচ্ছে পৃথক সারিতে বসিয়ে দুই ধর্মের পড়ুয়াদের । এতদিন এ ধরনের ঘটনা ঘটে চলেছে তাতেও প্রশাসনের কোন হেলদোল নেই ।এই কান্ড ঘটেছে সুতির আহিরন গ্রাম পঞ্চায়েতের রামডোবা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে ।মোট ৩২৯ জন পড়ুয়ার মধ্যে ,মুসলিম ১২৪ জন ,ও হিন্দু ১৯৫ জন ।৪ জন শিক্ষক ও এক শিক্ষিকা ।ছাত্রছাত্রীরা একসঙ্গে বসে ক্লাস করে ঠিক ,কিন্তু দুপুরের খাবারে তাদের মধ্যে বিভাজন রেখা দেখা দেয় ।দুই সম্প্রদায়ের পড়ুয়ারা হিন্দু হেঁসেল ও মুসলিম হেঁশেলের রান্না করা খাবার আলাদা আলাদা ভাবে বসে মুখে তোলে । এই প্রথাটি ২০১০ সাল থেকে দুই ধর্মের ছাত্রছাত্রীর জন্য আলাদা রান্না হয়ে আসছে ।খুবই দুঃখজনক ও লজ্জাজনক এই ঘটনা সমাজের কাছে কি বার্তা যাচ্ছে ভেবেই লজ্জা হয় ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।