জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৮শে জুলাই, ২০২১ কাটোয়ার শ্রমজীবী পরিবারগুলির প্রাথমিক স্তরের ছেলে-মেয়েদের জন্য সি আই টি ইউ, কাটোয়া শহর এরিয়া সমন্বয় কমিটি এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। শ্রমজীবী পরিবারের চতুর্থ শ্রেণী পর্যন্ত কচিকাঁচাদের নিয়ে শুরু করেছে ‘কিশলয় পাঠশালা’। সোম থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকালে দু’ঘণ্টা কোভিড বিধি মেনে চলছে শিশুশিক্ষার কাজ। পাঠদান করছেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, কাটোয়া পশ্চিম চক্রের শিক্ষকগণ। বিড়ি শ্রমিক নেতা তথা এই মহতী কর্মকাণ্ডের অন্যতম সংগঠক সাধন দাস জানালেন, এই পাঠশালা নিয়ে ইতিমধ্যেই ইতিবাচক সাড়া মিলেছে, আরও অনেক ছাত্র-ছাত্রী যোগ দেবে এই “কিশলয় পাঠশালায়”, জায়গা আরও বাড়াতে হবে। এ বি পি টি এ, কাটোয়া পশ্চিম চক্রের সম্পাদক কৌশিক দে জানালেন, শুধু পাঠদান নয়, শিক্ষকগণ প্রতিদিন উপস্থিত ছাত্র- ছাত্রীদের জন্য টিফিনের ব্যবস্থাও করেছেন।

১১ দফা দাবীতে কৃষক, ক্ষেতমজুর ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মেমারি বামুনপাড়া মোড়ে অবস্থান বিক্ষোভে স্লোগান ছিলো দেশ বাঁচাও, বিজেপি হটাও। সভাপতি আন্তাজ আলি দফাদার, বক্তব্য রাখেন সুনিল বনিক, জয়দেব ঘোষ ও পিযূষ বিশ্বাস।

কাটোয়া ১৪ নম্বর ওয়ার্ডে কুলি বস্তিতে বাড়ি বাড়ি খোঁজ খবর নেওয়া হচ্ছে রেশন কার্ড বিষয়ে, করোনা বিষয়ে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।