জেলা

বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, ১২ আগষ্ট, ২০২১ – গত ১১ আগষ্ট শহিদ ভগৎ সিং ছাত্র শিক্ষা ও কর্মমুখী প্রকল্পের উদ্যোগে শহিদ ক্ষুদিরাম বসুর শহিদ দিবসটি মর্যাদা সঙ্গে পালন করা হলো।সঙ্গীত শিল্পী কাজল রায়ের সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পুষ্পনিবেদন পর্বের পর উপস্হিত অভিভাবক ও উপভোক্তা ছাত্রছাত্রীদের সামনে ক্ষুদিরামদের জীবনী ও আজকের দিনের প্রাসঙ্গিকতা নিয়ে বললেন বিশিষ্ট শিক্ষাব্রতী অরিন্দম কোনার।স্ব রচিত কবিতা পাঠ করেন ছাত্র সৌনক বন্দ্যোপাধ্যায়। জনৈকা শুভানুধ্যায়ী সঙ্গীতা ভট্টাচার্য, তাঁর পুত্রের জন্মদিনের আনন্দ সকল ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করে নেবার এই মহতি প্রচেষ্টাকে সংস্হার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। তাঁর আর্থিক আনুকুল্যেই সকলের হাতে শিক্ষাসামগ্রী ও শুকনো খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অধিক্রম সান্যাল।

আজ বর্ধমান ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বিদ্যালয়ে পঠন পাঠন শুরু করার উদ্দেশ্যে, ছাত্রছাত্রীদের বিদ্যালয় প্রাঙ্গনে ফিরিয়ে আনার জন্য এক অভিনব উপায়ে আন্দোলনের আয়োজন করে। রাজবাটীর সামনে পথে ছাত্রছাত্রীদের পড়ানোর আয়োজন করা হয়। ছাত্র ফেডারেশনের জেলা সম্পাদক অনির্বান রায়চৌধুরী এই বিষয়ে বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।