জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর ;


চিন্তন নিউজ;১১ই আগষ্ট ;সংবাদদাতা সোনালী দত্ত দাঁ;- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে বিনামুল্যে সার্বজনীন ভ্যাকসিন দিতে হবে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে,অবিলম্বে স্কুল কলেজের পঠনপাঠন চালু করা তৎসহ ভ্যাকসিন নিয়ে দলবাজী এবং ভূয়ো ভ্যাকসিনকান্ডে জড়িত সকলকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও কাটোয়া মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জয়শ্রী চ্যাটার্জি,স্বর্ণেন্দু দাস ও অরিজিৎ মন্ডল।

আজ ১১ই আগষ্ট অগ্নিকিশোর বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্মবলিদান দিবস।বর্ধমান শহর,কাটোয়া,কালনা শহরসহ জেলার বিভিন্ন জায়গায় মর্যাদার সঙ্গে বীর শহীদের শহীদ দিবস পালিত হয়।এস‌এফ‌আই ও ডিওয়াইএফ‌আই পূর্বস্থলী ১ নং আঞ্চলিক কমিটির কালেখাঁতলা-২ ইউনিটে পারুলিয়াবাজারে ও পূর্বস্থলী ১নং আঞ্চলিক কমিটির উদ্যোগে বনপুকুরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক অয়নাংশু সরকার,জেলা সভাপতি স্বর্ণেন্দু দাস,গণতান্ত্রিক আন্দোলনের নেতা বীরেশ্বর নন্দী,সুব্রত ভাওয়াল,প্রদীপ কুমার সাহা প্রমুখ নেতৃত্ব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।