১১ ই অগাষ্টঃ- চিন্তন নিউজঃ—–সিদ্ধার্থঃ- ১১৪তম ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে এস এফ আই / ডি ওয়াই এফ আই ডানকুনি আঞ্চলিক কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান।।বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমঃ অর্ণব দাস ওরফে বাদশা দাস। এছাড়া উপস্থিত ছিলেন গনসংগঠনের স্থানীয় নেতৃত্ব।
জয়দেব ঘোষঃ-পান্ডুয়ার ডি ওয়াই এফ আই এর উদ্যোগে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৪ তম জন্মদিন পালন করা হচ্ছে। “না আল্লাহ না রাম,সবার হৃদয়ে বেঁচে থাকুক ক্ষুদিরাম”,,,শহীদ ক্ষুদিরাম বসুর ১১৪-তম আত্মবলিদান দিবসে ডি ওয়াই এফ আই শ্রীরামপুর পশ্চিম আঞ্চলিক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য।
রাজ্য কো অর্ডিনেশন এর নেতা কমরেড ভবোতোষ দাস পান্ডুয়া মুকুটপুরে তাঁর বাসভবনে মঙ্গলবার রাতে নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন।
গতকাল জাঙ্গিপাড়া S.I. অফিসে ডেপুটেশন দেওয়া হলো উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক হরপ্রসাদ সিৎহরায় জোনাল সম্পাদক বিভাস কুমার রুইদাস সার্কেল সম্পাদক পলাশ কোঙার ও সভাপতি দেবদাস সাবুই আরো অনেকে।সুন্দর পরিবেশে স্যারের সাথে বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে।সমস্ত বিষয় উনি আন্তরিক ভাবে শুনলেন এবং সমাধানের চেষ্টা করবেন জানান। সবশেষে স্যার আমাদের বলেন যে অফিস চালানোর জন্য দীর্ঘদিন কোনো সাম্ভ্যব্য পরিস্থিতি দেওয়া হয়নি কিভাবে চালান হবে আর অফিস পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মীর অভাব আছে।